ওভারহেডের তারে কলাপাতা ঝুলিয়ে শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ

বুধের পর বৃহস্পতিবারও ভোগান্তির শিকার শিয়ালদহ দক্ষিণ শাখা (Sealdah south division) রেলযাত্রীরা। মহিলা কামরা বাড়ানোর প্রতিবাদে ফের ট্রেন অবরোধ। এদিন সকাল থেকেই ডায়মন্ড হারবার -শিয়ালদহ লাইনের উত্তর রাধানগর স্টেশনে (Uttar Radhanagar Station) বিক্ষোভ শুরু করেন পুরুষ যাত্রীরা। স্তব্ধ হয়ে যায় আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল। শেষ খবর পাওয়া অনুযায়ী পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।

শিয়ালদহ দক্ষিণ শাখায় লোকাল ট্রেনে মহিলা কামরা বাড়ালেও মোট বগির সংখ্যা বাড়েনি। ব্যস্ত সময়ে ভিড় ট্রেনে ভুল করে লেডিস বগিতে উঠলে পুরুষদের হেনস্থার শিকার হতে হচ্ছে। অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করা এবং অফিস টাইমে দুটি ট্রেনের মধ্যে দুই সময়ের ব্যবধান কমানোর দাবি নিয়ে লক্ষ্মীবারে সকাল ছটা থেকে লাইনের উপর শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। উত্তর রাজারহাট স্টেশনে অবরোধ ওঠার পর ধামুয়া স্টেশনে ওভারহেডের তারে কলাপাতা দিয়ে ট্রেন চলাচলের বিঘ্ন ঘটানো হয়। এরপর আবার পৌনে দশটা থেকে মগরাহাট স্টেশনে রেল লাইনের উপর কংক্রিটের স্লিপার ফেলে অবরোধ চলছে।