বিলিয়ার্ডস বিশ্ব চ্যাম্পিয়ন সৌরভ কোঠারি

ভারতীয় প্রতিপক্ষ পঙ্কজ আডবানীকে(Pankaj Advani) হারিয়ে আবারও একবার বিলিয়ার্ডস বিশ্ব চ্যাম্পিয়ন কলকাতার সৌরভ কোঠারি(Sourav Kothari)। ২০১৮ সালে প্রথমবার বিলিয়ার্ডস(Billiards) বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার এই শিরোপা উঠল তাঁর মাথায়। ফের একবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পেরে স্বাভাবিকভাবেই আপ্লুত সৌরভ কোঠারি। তবে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে মাঝে সময়টা লেগে গেল সাতটা বছর। ১৯৯০ সালে সৌরভ কোঠারির বাবাও বিলিয়ার্ডস বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন।

পঙ্কজ আডবানীর সঙ্গে গোটা ম্যাচেই খুব মানসিকভাবে নিজেকে শান্ত রেখেছিলেন সৌরভ(Sourav Kothari)। আর তাতেই যেন বাজিমাত। ফাইনালে সৌরভের স্কোর ৭২৫ পয়েন্ট। সেখানেই তাঁর প্রতিপক্ষ পঙ্কজ আডবানীর স্কোর ৪৮০। শুধু তাই নয় ১১৯ এবং ১১২ দুটো ব্রেক করেন তিনি।

টাইমড ফর্ম্যাটে এই প্রথমবার আইবিএসএফ বিশ্ব খেতাব জিতলেন সৌরভ কোঠারি। ৩৫ বছর আগে এই প্রতিযোগিতা জিতেছিলেন তাঁর বাবা। প্রথম আধ ঘন্টায় তিনি যে লিড নিয়ে নিয়েছিলেন, সেটা আর ছোঁয়া সম্ভব হয়নি পঙ্কজ আডবানীর পক্ষে। যদিও পরের দিকে তিনি লড়াইটা দিয়েছিলেন। তবে শেষরক্ষা আর করতে পারেননি পঙ্কজ আডবানী।