লিঙ্গ পরিবর্তন করার পরই ক্রিকেটারদের থেকে কুপ্রস্তাবঃ অভিযোগ বাঙ্গার তনয়া অনয়া বাঙ্গারের

ক্রিকেট জেন্টলম্যানস গেম। কিন্তু সঞ্জয় বাঙ্গারের(Sanjay Bangar) সন্তান অনয়ার(Aanaya Bangar) কাছে ব্যাপারটা একেবারেই তেমনটা নয়। বরং লিঙ্গ পরিবর্তনের পর তাঁকে যে খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তা নিয়েই এবার মুখ খুলেছেন বাঙ্গার সন্তান। আর বাঙ্গার সন্তানের কাঠগড়ায় কিন্তু সেই ক্রিকেটাররাই। তিনি পুরুষ থেকে মহিলা হওয়ার পরই কিছু ক্রিকেটারের থেকে খারাপ প্রস্তাব পেয়েছিলেন। সেই নিয়েই মুখ খুলেছিলেন অনয়া বাঙ্গার।

বছরের বেশিরভাগ সময়টাই ইংল্যান্ডে থাকেন অনয়া। গতবছরই নিজের লিঙ্গ পরিবর্তনের কথাটা সকলকে জানিয়েছিলেন সঞ্জয় বাঙ্গারের সন্তান। এরপরই যেন বিপত্তি। নাম না নিলেও, কিছু ক্রিকেটার(Cricketer) নাকি তাঁকে সরাসি নিজেদের নগ্ন ছবি পাঠাতে শুরু করেন। শুধুমাত্র তাই নয় ক্রিকেটার নাকি তাঁর সঙ্গে সহবাস করারও প্রস্তাব দিয়েছিলেন। এতদিন কিছু না বললেও শেষপর্যন্ত সেই বিষয় নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন অনয়া।

দ্য লালটপ ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাতকারে অনয়া বাঙ্গার জানিয়েছেন, “আমি যেমন অনেকের থেকে সাহায্য পেয়েছি, তেমনই আবার অনেকের হেনস্থার শিকারও হয়েছি। কিছু ক্রিকেটার আমাকে নগ্ন ছবি পাঠাত। আবার একজন তো সকলের সামনে আমায় খারাপ কথাও বলেছিলেন। সেই তিনিই আবার আমার পাশে বসে আনার সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন”।

তিনি আরও বলেন, “ভারতে গিয়েছিলাম কয়েক দিন আগে। সেইসময় এক ক্রিকেটারকে নিজের কথা বলেছিলাম। তিনি আমাকে বলেছিলেন গাড়ির মধ্যে চলো, তোমার সঙ্গে সহবাস করতে চাই”।

একসময় ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল অনয়ার। যশস্বী জয়সওয়াল, মুশির খানদের সঙ্গে একসঙ্গে ক্রিকেট খেলেওছিলেন। কিন্তু বারবারই তাঁর মনের মধ্যে ইচ্ছা ছিল নারী হওয়ারষ যদিও সেই কথা তাদের কাওকে বলেননি তিনি। গতবছরই সেই কাজটা করে ফেলেছেন বাঙ্গার সন্তান। এবার এক নতুন লড়াই শুরু হয়েছে অনয়া বাঙ্গারের।