Sunday, August 24, 2025

রাগে না অনুরাগে? নাড্ডার সব চেষ্টা ব্যর্থ করে বিয়ের পিঁড়িতে বসতে অনড় দিলীপ

Date:

শেষ মুহূর্ত পর্যন্ত বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়ে আটকানোর সব রকম মরিয়া চেষ্টা করে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। এমনকী প্রধানমন্ত্রীর দফতর থেকেও দিলীপের কাছে ফোন এসেছে বলে সূত্রের খবর। কিন্তু দিলীপের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, বিয়ের সিদ্ধান্ত থেকে সরছেন না বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি।

বৃহস্পতিবার সন্ধেয় আচমকা দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়ের খবর শুনে, হতচকিত হয়ে পড়ে বিজেপিরই একাংশ। তাদের কাছে এ বিষয়ে কোনও তথ্যই ছিল না। অথচ নিউটাউনে দিলীপ ঘোষের বাড়িতে রেজিস্ট্রি বিয়ের ঘরোয়া আয়োজন সারা। শুক্রবার বিকেল তিনটে নাগাদ ‘শুভকাজ’ সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। কিন্তু সংঘ প্রচারক হিসেবে পরিচিত দিলীপ যদি বিয়ে করেন, তাহলে সেটা হবে নিয়ম ভঙ্গ। কারণ প্রচারকরা সংসার ধর্ম পালন করেন না। ফলে ভাবমূর্তি রক্ষা করতে দিলীপকে বোঝাতে মরিয়া সংঘ পরিবার। সুনীল বনসাল থেকে শুরু করে গেরুয়া শিবিরের অনেকেই দিলীপ ঘোষের (Dilip Ghosh) মত বদলানোর চেষ্টা চালিয়েছেন। কিন্তু এখনও নিজের সিদ্ধান্তে অনড় রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।

সেটা কি পাত্রী রিঙ্কু মজুমদারের প্রতি অনুরাগে? না কি দলের প্রতি রাগে? দিলীপের ঘনিষ্ট মহলের দাবি, তাঁকে রাজ্য বিজেপির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া, সর্বভারতীয় সহ-সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া, নিজের কেন্দ্র থেকে সরিয়ে দুর্গাপুরে প্রার্থী করে হারানো- এইসব থেকেই দিলীপের মনে দলের বিরুদ্ধে অভিমানের পাহাড় জমা হয়েছে। দিলীপের মতে, এই সব সময় দল তাঁর পাশে দাঁড়ায়নি। তাহলে এখন তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তে কেন বাধা দিচ্ছে? এখন শুক্রবার বিকেল তিনটেয় কি হয় বাংলার রাজনৈতিক মহল।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version