দিলীপ ঘোষের বিয়েতে শুভেচ্ছাবার্তা-ফুল পাঠালেন মুখ্যমন্ত্রী

দেবস্মিত মুখোপাধ্যায়

বৃহস্পতিবার বিকেল থেকে রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্রবিন্দু বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়ে। শুক্রবার, সকাল থেকে সাজো সাজো রব নিউটাউনে দিলীপের বাড়িতে। আসছেন বিজেপি (BJP) নেতৃত্ব। তার মধ্যেই শুভেচ্ছাবার্তা ও ফুলের স্তবক পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রাজনৈতিক সৌজন্য বরাবরই বজায় রাখেন মমতা। নিজের দল হোক বা বিরোধী রাজনৈতিক নেতৃত্ব, বিশিষ্টজন- সবার ক্ষেত্রেই শুভেচ্ছা জানাতে ভোলেন না বাংলার মুখ্যমন্ত্রী। দিলীপ-রিঙ্কুর বিয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। গোধূলি লগ্নে বিয়ের আগে দুপুরে নিউটাউনের বাড়িতে পৌঁছল মমতার (Mamata Banerjee) শুভেচ্ছাবার্তা।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের বিয়ে উপলক্ষ্যে তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিশ্ববাংলার লোগো বসানো খামে অফিসারেরা মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা নিয়ে দিলীপের কাছে পৌঁছোন। সঙ্গে মিষ্টি ও পুষ্পস্তবক পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ধন্যবাদ জানিয়েছেন দিলীপ ঘোষ।