Wednesday, December 17, 2025

সুপার কাপের প্রস্তুতি শুরু নিয়ে ধোঁয়াশায় কোচ মেহরাজউদ্দিন

Date:

Share post:

আগামী ২০ এপ্রিল থেকে শুরু সুপার কাপ(Super Cup))। সেখানেই মহমেডান(Mohammedan Sc) নামবে ২৪ এপ্রিল। মোহনবাগান ও ইস্টবেঙ্গল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু বাংলার আরেক প্রধান কবে থেকে প্রস্তুতি শুরু করবে। সেই নিয়েই এখন চর্চা তুঙ্গে। মহমেডান শিবিরের কোচের দায়িত্বে রয়েছেন এই মিহূর্তে মেহরাজউদ্দিন। এখনও পর্যন্ত দলের প্রস্তুতি কবে থেকে শুরু হবে তা জানেন না তিনিও।

মেহরাজউদ্দিনের(Mehrajuddin Wadoo) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু শুনছি। কিন্তু এখনও পর্যন্ত আমি জানি না যে আমাদের প্রস্তুতি কবে থেকে শুরু হবে। সেইসঙ্গে কাদেরকে খেলার জন্য পাব সেই সম্বন্ধেও এখনও পর্যন্ত কোনও ধারণা নেই আমার”।

বেশ কয়েকদিন ধরেই টালমাটাল পরিস্থিতি চলছে মহমেডানের(Mohammedan Sc)। বেতনের সমস্যার জেরে বেশিরভাগ বিদেশি ফুটাবলররাই ফিরে গিয়েছে। সুপার কাপে কাদেরকে নিয়ে খেলা হবে তা নিয়ে নিশ্চিত নন খোদ মহমেডানের কোচই। সেইসঙ্গে এখনও পর্যন্ত তিনি বেতন পাননি বলেও জানিয়েছেন। কার্যত ধোঁয়াশার মধ্যেই রয়েছেন তিনি। যদিও ম্যানেজমেন্ট থেকে অন্য কথাই বলা হচ্ছে।

শোনা যাচ্ছে যে আগামী ২০ এপ্রিল থেকে সম্ভবত প্রস্তুতি শুরু হতে পারে মহমেডানের। আগামী ১৯ এপ্রিল একটা বৈঠক হতে চলেছে মহমেডান শিবিরে। সেখানেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যেতে পারে বলে শোনাযাচ্ছে। শুধুমাত্র তাই নয় সেই বৈঠকেই কাদেরকে অনুশীলনে পাওয়া যাবে তা নিয়েও সিদ্ধান্ত হতে পারে।

২৪ এপ্রিল এবারের সুপার কাপে যাত্রা শুরু করতে চলেছে মহমেডান। আইএসএলে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি মহমেডান। তাদের সামনে রয়েছে সুপার কাপ। সেখানে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও মহমেডান কতটা পারবে সেটাই দেখার।

spot_img

Related articles

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...

জিটিএ শিক্ষক নিয়োগ বাতিলের রায় ঘিরে পাহাড়ে স্কুল ধর্মঘটের ডাক

কলকাতা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দার্জিলিং পাহাড়ের শিক্ষা পরিস্থিতি। জিটিএ অঞ্চলে ৩১৩ জন শিক্ষক...

ফুটেজ না দেখা পর্যন্ত মন্তব্য নয়! কীর্তি ইস্যুতে কড়া অবস্থান অভিষেকের

সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সংসদে এই অভিযোগ...