Friday, August 22, 2025

রাম মন্দিরে ভোট প্রচার, এখন গৃহস্থের ‘ঈশ্বর’ ভাঙতে বিজেপির বুলডোজার!

Date:

রাজধানীর ক্ষমতায় আসার আগে দিল্লির বস্তি এলাকার উন্নয়নের বার্তা দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রতিশ্রুতি দিয়েছিলেন ঝুপড়ি এলাকার বাসিন্দারা নিজেদের জমিতেই পাবেন পাকা বাড়ি। অথচ দিল্লির মুখ্যমন্ত্রী পদে রেখা গুপ্তা (Rekha Gupta) আসার চার মাসের মধ্যেই নিজেদের রঙ চিনিয়ে দিল বিজেপি। ধর্মের ভেকধারীদের কল্যাণে রাজধানীর পথে পথে গড়াগড়ি খাচ্ছে ঈশ্বরের মূর্তি। যে বিজেপি রাম মন্দির (Ram Mandir) আর মহাকুম্ভ (Mahakumbh) নিয়ে গোটা বিশ্বের কাছে নিজেদের ধার্মিক প্রমাণ করে, সেই বিজেপির দিল্লিতে মূর্তিতে বুলডোজার (bulldozer) চালাতে পিছপা হল না প্রশাসন।

গত তিন চারদিন ধরে দিল্লির রামপুরা, পালামসহ বিভিন্ন এলাকায় বেআইনি নির্মাণ অভিযোগ তুলে বুলডোজার অ্যাকশন চালাচ্ছে রেখা গুপ্তা প্রশাসন। কোথাও একদিন, কোথাও তিনদিনের নোটিশে ভেঙে ফেলা হচ্ছে ঘরবাড়ি। সেখানে স্থানীয় সংবাদ মাধ্যমে ক্যামেরায় উঠে এলো চাঞ্চল্যকর ছবি।

বুলডোজারে ভেঙেছে ঘরবাড়ি। ছোট ছোট সন্তান, অসুস্থ, বয়স্কদের নিয়ে মাথা গোঁজার ঠাই খুঁজছেন দিল্লির ঝুপড়ি এলাকার বাসিন্দারা। আর সেখানেই পথের ধারে পড়ে রয়েছে তাঁদের গৃহদেবতা (idol)। কোথাও মা দুর্গা, কোথাও হনুমানের মূর্তি পড়ে রয়েছে অবহেলায়। কোনওটা রংচটা, আবার কোনওটা ভেঙে গিয়েছে বুলডোজারের (bulldozer) ধাক্কায়।

ভাঙা ঝুপড়ি এলাকা থেকে নিজেদের জিনিসপত্র সংগ্রহ করতে গেলে বাসিন্দাদের জুটছে পুলিশের লাঠি। কোনওমতে নিতান্ত প্রয়োজনীয় জিনিস নিয়ে এলাকা ছাড়ছেন বাসিন্দারা। আর সেখানে ভাঙাচোরা স্তূপের পাশে পড়ে থাকছে তাদের গৃহদেবতার মূর্তি। নিজেদের হিন্দু ধর্মের রক্ষক দাবি করা বিজেপি নেতারা কেউ আসছেন ঈশ্বরের সমাদরে।

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...
Exit mobile version