Monday, January 12, 2026

ইস্টবেঙ্গলের আবেদনে সাড়া ফেডারেশনের, ক্রীড়ামন্ত্রীর হাতে উঠল আইডব্লুএল ট্রফি

Date:

Share post:

এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল(Eastbengal)। ঘরের মাঠে গোকুলাম এফসির বিরুদ্ধে নামার আগেই ফেডারেশনের কাছে বিশেষ আর্জি জানিয়েছিল লাল-হলুদ শিবির। চ্যাম্পিয়নের ট্রফিটা কোচ, অধিনায়কের সঙ্গে ক্রীড়ামন্ত্রীর অরূপ বিশ্বাসের(Arup Biswas) হাতে আইডব্লুএল(IWL) ট্রফিটা তুলে দেওয়ার আর্জি করেছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেই কথা মেনে নিয়ে তেমনটাই করল ভারতীয় ফুটবল ফেডারেশন। ইস্টবেঙ্গল মাঠে কোচ, অধিনায়কের সঙ্গে আইডব্লুএল ট্রফি উঠল ক্রীড়ামন্ত্রীর হাতে। গোকুলাম কেরালাকে এই ম্যাচে ৩-০ গোলে হারাল ইস্টবেঙ্গল মহিলা দল।

এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল। অপেক্ষা ছিল শুধু ট্রফিটা হাতে ওঠার। ঘরের মাঠেই শেষ ম্যাচে গোকুলাম কেরালার বিরুদ্ধে নেমেছিল ইস্টবেঙ্গলের(Eastbengal) প্রমিলা বাহিনী। সেখানেই ইস্টবেঙ্গলের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

আগের দিনই ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়েছিল এই কথা। ইস্টবেঙ্গল মহিলা ফুটবলে বাংলার প্রতিনিধিত্ব করেছে। সেই কারণেই তারা চাইছিল ক্রীড়ামন্ত্রীর হাতে উঠুক ট্রফি। সেই কথা রাখল ফেডারেশনও। এদিন গোকুলামের বিরুদ্ধে শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিল লাল-হলুদ মহিলা বাহিনী।

ম্যাচের প্রথমার্ধেই এলসাদাইয়ের জোড়া গোল। ম্যাচ জয় কার্যত তখনই পাকা হয়ে গিয়েছিল । কিন্তু ইস্টবেঙ্গল তাদের আক্রমণ এতটুকুও থামায়নি। ম্যাচের বয়স যখন ৪২ মিনিট সেই সময় সৌম্যার(Soumya) গোল। প্রথমার্ধেই জয়টা পাকা করে ফেলছিল লাল-হলুদ মহিলা ব্রিগেড। দ্বিতীয়ার্ধে অবশ্য আর গোল হয়নি।রেফারি শেষ বাঁশি বাজানোর সঙ্গেই মাঠে শুরু সেলিব্রেশন। ইস্টবেঙ্গল ক্লাব জুড়ে সমর্থকদের উচ্ছ্বাসও ছিল এদিবন দেখার মতো।

spot_img

Related articles

এক গ্রাম থেকেই ১১০০ মানুষকে SIR নোটিশ! পথ অবরোধ করে সুরাহা দাবি

এসআইআর হয়রানি যে বাংলার বৈধ ভোটারদের হয়রান করার জন্য, তার জ্বলন্ত উদাহরণ হয়ে উঠে এল পূর্ব বর্ধমানের কাটোয়ার...

৫ বছর পর পরিচালনায় ফিরছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়

ব্যক্তিগত সমস্যা, কোভিড, শারীরিক অসুস্থতা সবমিলিয়ে জেরবার ছিলেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় (Agnidev Chattopadhyay)। পরিচালনার পাঠ একপ্রকার চুকিয়েই দিয়েছিলেন...

ফের শিক্ষক নিয়োগে সুখবর: ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ

ফের শিক্ষক নিয়োগে সুখবর। নির্বাচনের আগেই ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ করবে স্কুল...

সোলানে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু নাবালকের, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু

হিমাচল প্রদেশের সোলানে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive fire incident)! সোমবার ভোরে আর্কি এলাকার এক পুরোনো বাস স্ট্যান্ডে আগুন লেগে...