Thursday, August 21, 2025

ইস্টবেঙ্গলের আবেদনে সাড়া ফেডারেশনের, ক্রীড়ামন্ত্রীর হাতে উঠল আইডব্লুএল ট্রফি

Date:

Share post:

এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল(Eastbengal)। ঘরের মাঠে গোকুলাম এফসির বিরুদ্ধে নামার আগেই ফেডারেশনের কাছে বিশেষ আর্জি জানিয়েছিল লাল-হলুদ শিবির। চ্যাম্পিয়নের ট্রফিটা কোচ, অধিনায়কের সঙ্গে ক্রীড়ামন্ত্রীর অরূপ বিশ্বাসের(Arup Biswas) হাতে আইডব্লুএল(IWL) ট্রফিটা তুলে দেওয়ার আর্জি করেছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেই কথা মেনে নিয়ে তেমনটাই করল ভারতীয় ফুটবল ফেডারেশন। ইস্টবেঙ্গল মাঠে কোচ, অধিনায়কের সঙ্গে আইডব্লুএল ট্রফি উঠল ক্রীড়ামন্ত্রীর হাতে। গোকুলাম কেরালাকে এই ম্যাচে ৩-০ গোলে হারাল ইস্টবেঙ্গল মহিলা দল।

এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল। অপেক্ষা ছিল শুধু ট্রফিটা হাতে ওঠার। ঘরের মাঠেই শেষ ম্যাচে গোকুলাম কেরালার বিরুদ্ধে নেমেছিল ইস্টবেঙ্গলের(Eastbengal) প্রমিলা বাহিনী। সেখানেই ইস্টবেঙ্গলের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

আগের দিনই ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়েছিল এই কথা। ইস্টবেঙ্গল মহিলা ফুটবলে বাংলার প্রতিনিধিত্ব করেছে। সেই কারণেই তারা চাইছিল ক্রীড়ামন্ত্রীর হাতে উঠুক ট্রফি। সেই কথা রাখল ফেডারেশনও। এদিন গোকুলামের বিরুদ্ধে শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিল লাল-হলুদ মহিলা বাহিনী।

ম্যাচের প্রথমার্ধেই এলসাদাইয়ের জোড়া গোল। ম্যাচ জয় কার্যত তখনই পাকা হয়ে গিয়েছিল । কিন্তু ইস্টবেঙ্গল তাদের আক্রমণ এতটুকুও থামায়নি। ম্যাচের বয়স যখন ৪২ মিনিট সেই সময় সৌম্যার(Soumya) গোল। প্রথমার্ধেই জয়টা পাকা করে ফেলছিল লাল-হলুদ মহিলা ব্রিগেড। দ্বিতীয়ার্ধে অবশ্য আর গোল হয়নি।রেফারি শেষ বাঁশি বাজানোর সঙ্গেই মাঠে শুরু সেলিব্রেশন। ইস্টবেঙ্গল ক্লাব জুড়ে সমর্থকদের উচ্ছ্বাসও ছিল এদিবন দেখার মতো।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...