Thursday, August 21, 2025

ইস্টবেঙ্গলের আবেদনে সাড়া ফেডারেশনের, ক্রীড়ামন্ত্রীর হাতে উঠল আইডব্লুএল ট্রফি

Date:

এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল(Eastbengal)। ঘরের মাঠে গোকুলাম এফসির বিরুদ্ধে নামার আগেই ফেডারেশনের কাছে বিশেষ আর্জি জানিয়েছিল লাল-হলুদ শিবির। চ্যাম্পিয়নের ট্রফিটা কোচ, অধিনায়কের সঙ্গে ক্রীড়ামন্ত্রীর অরূপ বিশ্বাসের(Arup Biswas) হাতে আইডব্লুএল(IWL) ট্রফিটা তুলে দেওয়ার আর্জি করেছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেই কথা মেনে নিয়ে তেমনটাই করল ভারতীয় ফুটবল ফেডারেশন। ইস্টবেঙ্গল মাঠে কোচ, অধিনায়কের সঙ্গে আইডব্লুএল ট্রফি উঠল ক্রীড়ামন্ত্রীর হাতে। গোকুলাম কেরালাকে এই ম্যাচে ৩-০ গোলে হারাল ইস্টবেঙ্গল মহিলা দল।

এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল। অপেক্ষা ছিল শুধু ট্রফিটা হাতে ওঠার। ঘরের মাঠেই শেষ ম্যাচে গোকুলাম কেরালার বিরুদ্ধে নেমেছিল ইস্টবেঙ্গলের(Eastbengal) প্রমিলা বাহিনী। সেখানেই ইস্টবেঙ্গলের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

আগের দিনই ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়েছিল এই কথা। ইস্টবেঙ্গল মহিলা ফুটবলে বাংলার প্রতিনিধিত্ব করেছে। সেই কারণেই তারা চাইছিল ক্রীড়ামন্ত্রীর হাতে উঠুক ট্রফি। সেই কথা রাখল ফেডারেশনও। এদিন গোকুলামের বিরুদ্ধে শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিল লাল-হলুদ মহিলা বাহিনী।

ম্যাচের প্রথমার্ধেই এলসাদাইয়ের জোড়া গোল। ম্যাচ জয় কার্যত তখনই পাকা হয়ে গিয়েছিল । কিন্তু ইস্টবেঙ্গল তাদের আক্রমণ এতটুকুও থামায়নি। ম্যাচের বয়স যখন ৪২ মিনিট সেই সময় সৌম্যার(Soumya) গোল। প্রথমার্ধেই জয়টা পাকা করে ফেলছিল লাল-হলুদ মহিলা ব্রিগেড। দ্বিতীয়ার্ধে অবশ্য আর গোল হয়নি।রেফারি শেষ বাঁশি বাজানোর সঙ্গেই মাঠে শুরু সেলিব্রেশন। ইস্টবেঙ্গল ক্লাব জুড়ে সমর্থকদের উচ্ছ্বাসও ছিল এদিবন দেখার মতো।

Related articles

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...
Exit mobile version