টোপর মাথায় দিলীপ-লাল বেনারসিতে রিঙ্কু: গোধূলি লগ্নে এক হল চারহাত

দেবস্মিত মুখোপাধ্যায় ও সুদীপ্ত সাহা

একেবারে টোপার মাথায়, ধুতি-পাঞ্জাবিতে সেজে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। একেবারে সাবেকি লাল বেনারসি-চেলিতে সেজে শুক্রবার গোধূলি বেলায় দিলীপের বাড়িতে উপস্থিত হন পাত্রী রিঙ্কু মজুমদার (Rinku Majumder)। নিকট আত্মীয়দের উপস্থিতিতে চারহাত এক হয়। মালাবদল থেকে সিঁদুরদান বাদ ছিল না কিছুই। বিয়েতে পড়ছে আইনি সিলমোহরও। এর পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ সকালের শুভেচ্ছার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৃহস্পতিবার বিকেলে দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়ের খবর প্রথম সামনে আনেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার পর থেকেই হৈ হৈ সারা রাজ্যে। সকাল থেকে দিলীপের নিউটাউনের ভিড়। আড়ম্বড় পছন্দ নয় দিলীপের। ঘরোয়াভাবেই নিউটাউনের ফ্ল্যাটে বসে বিয়ের আসর। রীতি-আচার মেনে সাদা ধুতি-পাঞ্জাবি পরে ছাঁদনাতলায় দিলীপ। পার্লারে সাজগোজ করতে গিয়েছিলেন রিঙ্কু। পরনে লাল বেনারসি, মাথায় শোলার মুকুট, লাল ওড়না, কপালে ছোট টিপ, পরে একেবারেই সাবেকী কনে সাজে মণ্ডপে হাজির হন রিঙ্কু। রিঙ্কুর সঙ্গে আসেন কয়েক জন কনেযাত্রী। তবে তাঁর পুত্র আসেননি।

শনিবার দিলীপের জন্মদিন। প্রাতর্ভ্রমণের সঙ্গীরা সকালে তাঁর জন্মদিন পালন করতে পারেন। বিয়ের কারণে তাঁর রাজনৈতিক কর্মসূচিতেও কোনও পরিবর্তন হবে না- বিয়ের পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দিলীপ ও রিঙ্কু। মায়ের জন্য বিয়ে। তাঁকে দেখাশোনার জন্যেই রিঙ্কুকে তিনি বিয়ে করেছেন বলে জানান দিলীপ।