আজ গুড ফ্রাইডে। মাত্র ৩৩ বছর বয়সে ক্রুশবিদ্ধ করা হয়েছিল যিশুকে। তাঁর আত্মবলিদানকেই এই দিন হিসেবে স্মরণ করা হয়। মনে করা হয়, পবিত্র শুক্রবারের দিনটি তিনি সত্যের জয়ের বাণী প্রচার করেছিলেন। এই দিনে সকলকে বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “গুড ফ্রাইডে হল তপস্যা, প্রার্থনা এবং ত্যাগের দিন। আমার সকল খ্রিস্টান ভাইবোনদের দিনটি শুভ হোক।”

Good Friday is a day of penance, prayer and sacrifice.
May all my Christian brothers and sisters have a blessed day.
— Mamata Banerjee (@MamataOfficial) April 18, 2025
অভিষেক জানিয়েছেন, “যিশু খ্রীষ্টের আত্মত্যাগ এবং তাঁর সেবামূলক জীবন আমাদের সকলের মধ্যে ভালোবাসা এবং শান্তি ছড়িয়ে দিতে অনুপ্রাণিত করুক।”

–


–

–

–

–

–

–

–

–