মাঠে না নেমেই সুপার কাপ কোয়ার্টার ফাইনালে মোহনবাগান

ছবি - দেবস্মিত মুখোপাধ্যায়

সুপার কাপে(Super Cup) নামার আগেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান(MBSG)। আগামী ২০ এপ্রিল ওড়িশায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে নামার কথা ছিল মোহনবাগান সুপারজায়ান্টের। কিন্তু বেশ কয়েকদিন আগেই নাম তুলে নিয়েছিল চার্চিল ব্রাদার্স। ম্যাচে নামার আগেই ওয়াকওভার পেয়ে গেল মোহনবাগান। সেইসঙ্গেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তারা। রাউন্ড অব সিক্সটিনে কেরালা ব্লাস্টার্স বনাম ইস্টবেঙ্গল ম্যাচে যে দল জিতবে তাদের বিরুদ্ধেই কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে হবে সবুজ-মেরুন ব্রিগেডকে।

আইলিগের চ্যাম্পিয়ন ঘোষণা না হওয়া এবং তাদেরকে তৃতীয় দল হিসাবে সুপার কাপে খেলানোর প্রতিবাদে বেশ কয়েকদিন আগেই সুপার কাপ থেকে নাম তুলে নিয়েছিল চার্চিল ব্রাদার্স(Churchill Brothers)। সেই সময় থেকেই শুরু হয়ে গিয়েছিল জল্পনাটা। তবে মাঝে শোনা গিয়েছিল যে মোহনবাগানের বিরুদ্ধে অন্য প্রতিপক্ষ নামতে পারে। কিন্তু শেষপর্যন্ত আর সেটা হচ্ছো না। শুক্রবারই মোহনবাগানের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর কথা জানিয়ে দিল এআইএফএফ।

ফেডারেশনের(AIFF) এই সিদ্ধান্তে যে মোহনবাগানের খানিকটা হলেও সুবিধা হল তা বলার অপেক্ষা রাখে না। সুপার কাপে নামার আগে তারা অনেকটাই প্রস্তুতির সময় পেয়ে গেল। গত ১৭ এপ্রিল থেকে প্রস্তুতিতে নেমে পড়েছে সবুজ-মেরুন বাহিনী। সুপার কাপের দলে নুনো রেইজ(Nuno Reis) বাদে কোনও বিদেশিই নেই। সেইসঙ্গে দেশীয় ফুটবলের তারকারাও নেই। তরুণ ব্রিগেড নিয়েই মাঠে নামতে চলেছে মোহনবাগান।

তবে সেই দলে আশিক কুরুনিয়ান, সুহেল ভাটরা অবশ্য সুপার কাপে খেলবে। আইএসএলে দ্বিমুকুট জয়ী হওয়ার পর কয়েকদিনের ছুটি কাটিয়ে গত বৃহস্পতিবার থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান। কিন্তু সুপার কাপে নামার আগেই তাদের কাছে বড় সুখবর। রাউন্ড অব সিক্সটিনে আর নামতে হবে না বাস্তব রায়ের(Bastab Roy) দলকে।