Friday, January 30, 2026

সুপার কাপের প্রস্তুতি শুরু নিয়ে ধোঁয়াশায় কোচ মেহরাজউদ্দিন

Date:

Share post:

আগামী ২০ এপ্রিল থেকে শুরু সুপার কাপ(Super Cup))। সেখানেই মহমেডান(Mohammedan Sc) নামবে ২৪ এপ্রিল। মোহনবাগান ও ইস্টবেঙ্গল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু বাংলার আরেক প্রধান কবে থেকে প্রস্তুতি শুরু করবে। সেই নিয়েই এখন চর্চা তুঙ্গে। মহমেডান শিবিরের কোচের দায়িত্বে রয়েছেন এই মিহূর্তে মেহরাজউদ্দিন। এখনও পর্যন্ত দলের প্রস্তুতি কবে থেকে শুরু হবে তা জানেন না তিনিও।

মেহরাজউদ্দিনের(Mehrajuddin Wadoo) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু শুনছি। কিন্তু এখনও পর্যন্ত আমি জানি না যে আমাদের প্রস্তুতি কবে থেকে শুরু হবে। সেইসঙ্গে কাদেরকে খেলার জন্য পাব সেই সম্বন্ধেও এখনও পর্যন্ত কোনও ধারণা নেই আমার”।

বেশ কয়েকদিন ধরেই টালমাটাল পরিস্থিতি চলছে মহমেডানের(Mohammedan Sc)। বেতনের সমস্যার জেরে বেশিরভাগ বিদেশি ফুটাবলররাই ফিরে গিয়েছে। সুপার কাপে কাদেরকে নিয়ে খেলা হবে তা নিয়ে নিশ্চিত নন খোদ মহমেডানের কোচই। সেইসঙ্গে এখনও পর্যন্ত তিনি বেতন পাননি বলেও জানিয়েছেন। কার্যত ধোঁয়াশার মধ্যেই রয়েছেন তিনি। যদিও ম্যানেজমেন্ট থেকে অন্য কথাই বলা হচ্ছে।

শোনা যাচ্ছে যে আগামী ২০ এপ্রিল থেকে সম্ভবত প্রস্তুতি শুরু হতে পারে মহমেডানের। আগামী ১৯ এপ্রিল একটা বৈঠক হতে চলেছে মহমেডান শিবিরে। সেখানেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যেতে পারে বলে শোনাযাচ্ছে। শুধুমাত্র তাই নয় সেই বৈঠকেই কাদেরকে অনুশীলনে পাওয়া যাবে তা নিয়েও সিদ্ধান্ত হতে পারে।

২৪ এপ্রিল এবারের সুপার কাপে যাত্রা শুরু করতে চলেছে মহমেডান। আইএসএলে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি মহমেডান। তাদের সামনে রয়েছে সুপার কাপ। সেখানে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও মহমেডান কতটা পারবে সেটাই দেখার।

spot_img

Related articles

হিরের দ্যুতিতে সাজবে শহর, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু হল ‘গ্লিটারিয়া’ উৎসব

সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে হিরের গয়নাকে পৌঁছে দিতে ফের হাজির হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ৩০ জানুয়ারি থেকে...

জ্যোতি বসুর রেকর্ড ভাঙবেন মমতাই! ফুলিয়ার জনসভা থেকে চ্যালেঞ্জ কুণালের

মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর দীর্ঘ মেয়াদের রেকর্ড শুধু ভাঙবেনই না, মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নজির গড়বেন যা দেশের...

কৃত্তিবাসী রামায়ণ এখনও কেন ফ্রান্সে? ফেরাতে উদ্যোগী কুণাল

কৃত্তিবাসী রামায়ণের আদি পাণ্ডুলিপি এ দেশে নেই, রয়েছে সুদূর ফ্রান্সের এক জাদুঘরে। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ায় গিয়ে এমনই এক...

পাইপলাইনে জরুরি মেরামতি! শনিবার দক্ষিণ কলকাতার বড় অংশে বন্ধ থাকবে জল সরবরাহ

পাইপলাইনে বড়সড় মেরামতি ও ভালভ পরিবর্তনের কাজের জন্য আগামী শনিবার দক্ষিণ কলকাতার এক বিস্তীর্ণ অংশে পরিশ্রুত পানীয় জল...