Saturday, August 23, 2025

সুপার কাপের প্রস্তুতি শুরু নিয়ে ধোঁয়াশায় কোচ মেহরাজউদ্দিন

Date:

Share post:

আগামী ২০ এপ্রিল থেকে শুরু সুপার কাপ(Super Cup))। সেখানেই মহমেডান(Mohammedan Sc) নামবে ২৪ এপ্রিল। মোহনবাগান ও ইস্টবেঙ্গল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু বাংলার আরেক প্রধান কবে থেকে প্রস্তুতি শুরু করবে। সেই নিয়েই এখন চর্চা তুঙ্গে। মহমেডান শিবিরের কোচের দায়িত্বে রয়েছেন এই মিহূর্তে মেহরাজউদ্দিন। এখনও পর্যন্ত দলের প্রস্তুতি কবে থেকে শুরু হবে তা জানেন না তিনিও।

মেহরাজউদ্দিনের(Mehrajuddin Wadoo) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু শুনছি। কিন্তু এখনও পর্যন্ত আমি জানি না যে আমাদের প্রস্তুতি কবে থেকে শুরু হবে। সেইসঙ্গে কাদেরকে খেলার জন্য পাব সেই সম্বন্ধেও এখনও পর্যন্ত কোনও ধারণা নেই আমার”।

বেশ কয়েকদিন ধরেই টালমাটাল পরিস্থিতি চলছে মহমেডানের(Mohammedan Sc)। বেতনের সমস্যার জেরে বেশিরভাগ বিদেশি ফুটাবলররাই ফিরে গিয়েছে। সুপার কাপে কাদেরকে নিয়ে খেলা হবে তা নিয়ে নিশ্চিত নন খোদ মহমেডানের কোচই। সেইসঙ্গে এখনও পর্যন্ত তিনি বেতন পাননি বলেও জানিয়েছেন। কার্যত ধোঁয়াশার মধ্যেই রয়েছেন তিনি। যদিও ম্যানেজমেন্ট থেকে অন্য কথাই বলা হচ্ছে।

শোনা যাচ্ছে যে আগামী ২০ এপ্রিল থেকে সম্ভবত প্রস্তুতি শুরু হতে পারে মহমেডানের। আগামী ১৯ এপ্রিল একটা বৈঠক হতে চলেছে মহমেডান শিবিরে। সেখানেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যেতে পারে বলে শোনাযাচ্ছে। শুধুমাত্র তাই নয় সেই বৈঠকেই কাদেরকে অনুশীলনে পাওয়া যাবে তা নিয়েও সিদ্ধান্ত হতে পারে।

২৪ এপ্রিল এবারের সুপার কাপে যাত্রা শুরু করতে চলেছে মহমেডান। আইএসএলে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি মহমেডান। তাদের সামনে রয়েছে সুপার কাপ। সেখানে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও মহমেডান কতটা পারবে সেটাই দেখার।

spot_img

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...