শুক্রে দক্ষিণবঙ্গের ৭ জেলায় কালবৈশাখী! ভারী বৃষ্টির সতর্কতা তিন জেলায়

অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে বৃহস্পতির বিকেলে বৈশাখী বৃষ্টি ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather)একাধিক জেলা। শুক্রবারে ও সেই একই পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে এদিন দুই বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, দুই মেদিনীপুর এবং হাওড়ায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। সঙ্গে কালবৈশাখীর সতর্কতা তো থাকছেই।

হাওয়া অফিস জানিয়েছে, কালবৈশাখীর সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সকাল থেকেই বীরভূমে দমকা ঝোড়ো বাতাস বইছে। যেদিন ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী দু’দিনে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবারের দুর্যোগে মুষলধারায় বৃষ্টি ভিজেছে কলকাতা ও শহরতলী। চন্দননগর, ব্যান্ডেল, আরামবাগ, তারকেশ্বর-সহ হুগলি জেলার বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টির পাশাপাশি ঝড়ের দাপটে গাছ উপড়ে গেছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে আজও যদিও উত্তরে বৃষ্টির পরিমাণ কমবে। বৃহস্পতিবারের ঝড় বৃষ্টিতে একলাফে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি কমেছে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি থেকে à§©à§© ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।