Saturday, January 17, 2026

দিলীপের সঙ্গে প্রচুর বিষয়ে মিল: বিয়ের খবরে সিলমোহর দিয়ে জানালেন রিঙ্কু

Date:

Share post:

জীবনে একটা বয়সের পরেই নিজের কথাও ভাবতে হয়। আর নিজের কথা ভাবতে গিয়ে দিলীপ ঘোষকে জীবনসঙ্গী বেছে নিয়েছেন বিজেপির (BJP) দক্ষিণ কলকাতার মহিলানেত্রী রিঙ্কু মজুমদার (Rinku Majumder)। বিয়ের আগের রাতে জানালেন, দিলীপের সঙ্গে রাজনৈতিক মতাদর্শ থেকে শুরু করে দেশভক্তি- সবেতেই তাঁর প্রচুর মিল। তবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি হাত ধরে রাজনীতিতে আসেননি- সেটাও জানালেন রিঙ্কু।

বৃহস্পতিবার বিকেলে তৃণমূলে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের একটি পোস্ট। আর তারপরেই বঙ্গ রাজনীতিতে স্ফুলিঙ্গ- দিলীপ ঘোষের বিয়ে। স্বাভাবিক খোঁজ পড়ে পাত্রীর। জানা যায় দক্ষিণ কলকাতার বিজেপি নেত্রী তথা সমাজসেবী রিঙ্কু মজুমদারের (Rinku Majumder) সঙ্গেই মন দেওয়া-নেওয়া হয়েছে দিলীপের। এ বিষয়ে বিজেপির বর্ষীয়ান নেতা কোনও মন্তব্য না করলেও, তাঁর ভাবি স্ত্রী জানালেন ঘটনা সত্যি। শুক্রবার চারহাত এক হচ্ছে। তবে ছাদনাতলায় নয়, বিয়ে হচ্ছে রেজিস্ট্রি করে।

তাহলে দিলীপ ঘোষের হাত ধরেই কি রিঙ্কুর রাজনীতিতে প্রবেশ? পাত্রী জানালেন, একেবারেই তা নয়। ২০১৩ থেকে বিজেপিতে রয়েছেন তিনি। ২০২১-এর নির্বাচনে ইকো পার্কে প্রচারের সময় দিলীপ ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতা। বেশ কিছুদিন পথচলার পর বিয়ের সিদ্ধান্ত। তবে সেটা বেশি দিনের নয়। রিঙ্কুর কথায়, সারা জীবন সবার জন্য ভেবে একটা সময় নিজের কথাও ভাবতে হয়। আর সে ক্ষেত্রে জীবনসঙ্গী হিসেবে দিলীপ ঘোষই (Dilip Ghosh) তাঁর প্রথম পছন্দ। শোনা যাচ্ছে দিল্লির বিজেপি নেতৃত্ব না কি দিলীপকে বিয়ের ব্যাপারে বাধা দিচ্ছেন? এই জল্পনা উড়িয়ে দিয়ে রিঙ্কু জানান, এরকম কোনও কথা তাঁর জানা নেই। আর তাঁরা যদি ব্যক্তিগতভাবে সম্পর্কে থাকতে চান, তাহলে দল সেখানে আপত্তি করতে পারে কীভাবে?

বিয়ে যখন হচ্ছে তখন ভুরিভোজের ব্যবস্থাও নিশ্চয়ই রয়েছে, রয়েছে সাজগোজ। তবে এইসব বিষয় সংবাদমাধ্যমে মুখ খুলতে নারাজ ভাবি বধূ। এখন শুধু শুভ সময়ের অপেক্ষা।

spot_img

Related articles

বিচার পেতে উত্তর থেকে কলকাতা আর নয়: শনিতে মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন সার্কিট বেঞ্চের

ভারতীয় রেলের পরিষেবা যে আর সাধারণ মানুষের নাগালের মধ্যে বিজেপি জমানায় থাকবে না, তার অন্যতম উদাহরণ বন্দে ভারত...

অ্যাকাডেমির মক্কা দর্শন থেকে টলিউড পরিচালকরা: অকপট ‘নাটককার’ ব্রাত্য

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার আলোড়ন ফেলা গুরুত্বপূর্ণ কিছু নাটক তাঁর হাত থেকেই উঠে এসেছে। রাজ্যের মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি...

রাজ্যের সিলিকন ভ্যালিতে জমি গ্রহণ ৪১ সংস্থার: ASSOCHAM-এ দাবি সচিব শুভাঞ্জনের

শিল্পের উপযুক্ত পরিকাঠামো তৈরি করে বাংলাকে শিল্পদ্যোগীদের গন্তব্যে পরিণত করার দিকে প্রতিদিন নতুন নতুন ধাপ ফেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

মোদির সফরের আগেই মালদহে SIR-মৃত্যু: শুনানি আতঙ্কে মৃত আরও ২

চলতি এসআইআর প্রক্রিয়া রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে অনেক বেশি আদিবাসী বা মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অনিশ্চয়তার মুখে ঠেলে...