নাইট রাইডার্সে ফিরবেন অভিষেক নায়ার? বরুণের পোস্ট ঘিরে জল্পনা

ভারতীয় দল থেকে ছাঁটাই হয়েছেন অভিষেক নায়ার(Abhishel Nayar)। এরপরই কি ফের কলকাতা নাইট রাইডার্সে(KKR) ফিরতে চলেছেন তিনি। না কেকেআর কিংবা নায়ারের তরফ থেকে সরকারীভাবে কিছু বলা হয়নি। কিন্তু বরুণের একটা ইনস্টাগ্রাম পোস্ট দেখার পরই শুরু হয়েছে সেই জল্পনাটা। গত ১৭ এপ্রিল ভারতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সরানো হয়েছে অভিষেক নায়ারকে। এরপরই অভিযেক নায়ারকে নিয়ে ইনস্টাগ্রামে একটা স্টোরি পোস্ট করেছেন বরুণ চক্রবর্তী(Varun Chakravarthy)।

গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচের দায়িত্বে ছিলেন অভিষেক নায়ার। সেই থেকেই বরুণ চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক। গতবার আইপিএল চ্যাম্পিয়নও হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। নাইটদের জয়ের পিছনে অন্যতম নেপথ্য প্রধান কারিগড় ছিলেন অভিষেক নায়ার(Abhishek Nayar)। যদিও গৌতম গম্ভীর(Gautam Gambhir) ভারতীয় দলে যাওয়ার পরই তাঁর ডেপুটি হয়ে ভারতীয় শিবিরে যোগ দিয়েছিলেন অভিষেক নায়ার।

যদিও সেই মধুচন্দ্রিমা কেটে গিয়েছে একবছর হওয়ার আগেই। অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের খারাপ পারফরম্যান্সের জেরেই শেষপর্যন্ত অভিষেক নায়ারকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পরই ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করেন বরুণ চক্রবর্তী। তাঁরসঙ্গে অভিষেক নায়ারের নাইট শিবিরে থাকাকালীন একটি ছবি। সেই ছবিতে অবশ্য কিছুই লেখেননি বরুণ চক্রবর্তী। শুধুমাত্র অভিষেক নায়ারকে ট্যাগ করেছেন নাইট রাইডার্সের মিস্ট্রি স্পিনার।

কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্র অভিষেক নায়ারের। তাদের অ্যাকাডেমি হেড হওয়ার পাশাপাশি গতবার ব্যাটিং এবং সহকারী কোচের পদ সামলেছিলেন অভিষেক নায়ার। তাঁর কোচিংয়ে ক্রিকেটাররাও যথেষ্ট খুশি ছিল। কিন্তু নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার পরই গম্ভীরের সঙ্গে ভারতীয় শিবিরে যোগ দেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। কিন্তু গত বৃহস্পতিবার সেই দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হয়েছে তাঁকে।
তারপর বরুণের এমন পোস্ট দেখলে তো জল্পনা শুরু হওয়াটাই স্বাভাবিক। তবে আইপিএলের মাঝপথে দলে নতুন কোনও কোচ কেকেআর নেয় কিনা সেটাই দেখার।