Monday, May 19, 2025

ডায়মন্ড হারবার এফসিকে চ্যাম্পিয়ন করে ইতিহাস কিবুর, শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

আইলিগে আগেই যোগ্যতা অর্জণ করে গিয়েছিল ডায়মন্ড হারবার এফসি(DHFC)। শনিবার আইজলের মাঠে চানমারি এফসিকে হারিয়ে আইলিগ-২ চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার। আর তাতেই আপ্লুত ক্লাবের চিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। ডায়মন্ড হারবার এফসি চ্যাম্পিয়ন হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা তাঁর। এদিন চানমারি এসিকে ১-০ গোলে হারাল ডায়মন্ড হারবার এফসি(DHFC)। ম্যাচের একমাত্র গোলদাতা রবি মান্ডি। সেইসঙ্গেই রেকর্ড গড়েন ডায়মন্ড হারবার এফসি কোচ কিবু ভিকুনাও(kibu Vicuna)।

প্রথম কোচ হিসাবে আইলিগের সবকটি খেতাব জয়ের রেকর্ড গড়লেন কিবু ভিকুনা(Kubu Vicuna)। এই ম্যাচে নামার আগেই আইলিগে যোগ্যতা অর্জন করে ফেলেছিল ডায়মন্ড হারবার এফসি। দুটো ম্যাচ বাকি ছিল তাদের। শনিবার চিনমারি এফসির বিরুদ্ধে লড়াইটা হাড্ডহাড্ডি হল। শেষ মুহূর্তে রবি মান্ডির(Rabi Mandi) গোল। আর তাতেই বাজিমাত।

দলের এমন জয়ে আপ্লুত চিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সোশ্যাল মিডিয়ায় তিনি শুভেচ্ছা বার্তায় লিখেছেন, “বলতেই পারেন আমি স্বপ্ন দেখি। কিন্তু আমি একা নই। যখন আবেগ এবং অধ্যাবশায় মিলে মিশে এক হয়ে যায়, তখন সেখানে আর কোনও বাঁধ থাকে না। এদিনের জয়ে ডায়মন্ড হারবার এফসি আইলিগ-২ চ্যাম্পিয়ন। এটা একটা ল্যান্ডমার্ক। সিএফএল প্রথম ডিভিশন থেকে সিএফএল প্রিমিয়ার ডিভিশন। আইলিগ থ্রি চ্যাম্পিয়ন হওয়ার পর এবার আইলিগ-২ চ্যাম্পিয়ন। আইলিগের মঞ্চে যোগ্যতা অর্জণ। এটা অধ্যাবশায়, গর্ব এবং উন্নতির পথে এগনোর একটা গল্প”।

তিনি আরও লিখেছেন, “হার্দিক শুভেচ্ছা দলের ফুটবলার থেকে কোচ, সাপোর্ট স্টাফ সহ স্কোয়াডের সকলকে, যারা স্বপ্নকে সত্যি করতে নিজেদের ঘাম ঝড়িয়েছেন এবং মন প্রাণ দিয়ে কাজ করেছেন। এছাড়া আমাদের সমর্থকরা, যাদের ভালবাসা এবং বিশ্বাসই আমাদের প্রধান শক্তি”।

চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। তবে ট্রফিটা এখনই হাতে ওঠেনি। এখনও একটা ম্যাচ বাকি রয়েছে ডায়মন্ড হারবার এফসির। চ্যাম্পিয়ন ট্রফি হাতে নেওয়ার অপেক্ষাতেই সকলে।

spot_img

Related articles

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...

হরপ্রীত ব্রারের দুরন্ত স্পেলেই প্লেঅফ পাকা পঞ্জাব কিংসের

শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) বদলে ইমপ্যাক্ট ক্রিকেটার হরপ্রীত ব্রার(Harpreet Brar)। আর সেটাই যে এদিন পঞ্জাব কিংসের(PBKS) মাস্টার স্ট্রোক ছিল...