আইলিগে আগেই যোগ্যতা অর্জণ করে গিয়েছিল ডায়মন্ড হারবার এফসি(DHFC)। শনিবার আইজলের মাঠে চানমারি এফসিকে হারিয়ে আইলিগ-২ চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার। আর তাতেই আপ্লুত ক্লাবের চিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। ডায়মন্ড হারবার এফসি চ্যাম্পিয়ন হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা তাঁর। এদিন চানমারি এসিকে ১-০ গোলে হারাল ডায়মন্ড হারবার এফসি(DHFC)। ম্যাচের একমাত্র গোলদাতা রবি মান্ডি। সেইসঙ্গেই রেকর্ড গড়েন ডায়মন্ড হারবার এফসি কোচ কিবু ভিকুনাও(kibu Vicuna)।

প্রথম কোচ হিসাবে আইলিগের সবকটি খেতাব জয়ের রেকর্ড গড়লেন কিবু ভিকুনা(Kubu Vicuna)। এই ম্যাচে নামার আগেই আইলিগে যোগ্যতা অর্জন করে ফেলেছিল ডায়মন্ড হারবার এফসি। দুটো ম্যাচ বাকি ছিল তাদের। শনিবার চিনমারি এফসির বিরুদ্ধে লড়াইটা হাড্ডহাড্ডি হল। শেষ মুহূর্তে রবি মান্ডির(Rabi Mandi) গোল। আর তাতেই বাজিমাত।

দলের এমন জয়ে আপ্লুত চিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সোশ্যাল মিডিয়ায় তিনি শুভেচ্ছা বার্তায় লিখেছেন, “বলতেই পারেন আমি স্বপ্ন দেখি। কিন্তু আমি একা নই। যখন আবেগ এবং অধ্যাবশায় মিলে মিশে এক হয়ে যায়, তখন সেখানে আর কোনও বাঁধ থাকে না। এদিনের জয়ে ডায়মন্ড হারবার এফসি আইলিগ-২ চ্যাম্পিয়ন। এটা একটা ল্যান্ডমার্ক। সিএফএল প্রথম ডিভিশন থেকে সিএফএল প্রিমিয়ার ডিভিশন। আইলিগ থ্রি চ্যাম্পিয়ন হওয়ার পর এবার আইলিগ-২ চ্যাম্পিয়ন। আইলিগের মঞ্চে যোগ্যতা অর্জণ। এটা অধ্যাবশায়, গর্ব এবং উন্নতির পথে এগনোর একটা গল্প”।

“You may say I am a dreamer
But I am not the only one.”When passion meets perseverance, there are no limits. With today’s resounding victory, @dhfootballclub has been crowned I-League 2 CHAMPIONS- a landmark moment in what has been nothing short of a remarkable journey.
From…
— Abhishek Banerjee (@abhishekaitc) April 19, 2025
তিনি আরও লিখেছেন, “হার্দিক শুভেচ্ছা দলের ফুটবলার থেকে কোচ, সাপোর্ট স্টাফ সহ স্কোয়াডের সকলকে, যারা স্বপ্নকে সত্যি করতে নিজেদের ঘাম ঝড়িয়েছেন এবং মন প্রাণ দিয়ে কাজ করেছেন। এছাড়া আমাদের সমর্থকরা, যাদের ভালবাসা এবং বিশ্বাসই আমাদের প্রধান শক্তি”।

চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। তবে ট্রফিটা এখনই হাতে ওঠেনি। এখনও একটা ম্যাচ বাকি রয়েছে ডায়মন্ড হারবার এফসির। চ্যাম্পিয়ন ট্রফি হাতে নেওয়ার অপেক্ষাতেই সকলে।

–
–

–

–

–

–

–
