Wednesday, January 7, 2026

ডায়মন্ড হারবার এফসিকে চ্যাম্পিয়ন করে ইতিহাস কিবুর, শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

আইলিগে আগেই যোগ্যতা অর্জণ করে গিয়েছিল ডায়মন্ড হারবার এফসি(DHFC)। শনিবার আইজলের মাঠে চানমারি এফসিকে হারিয়ে আইলিগ-২ চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার। আর তাতেই আপ্লুত ক্লাবের চিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। ডায়মন্ড হারবার এফসি চ্যাম্পিয়ন হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা তাঁর। এদিন চানমারি এসিকে ১-০ গোলে হারাল ডায়মন্ড হারবার এফসি(DHFC)। ম্যাচের একমাত্র গোলদাতা রবি মান্ডি। সেইসঙ্গেই রেকর্ড গড়েন ডায়মন্ড হারবার এফসি কোচ কিবু ভিকুনাও(kibu Vicuna)।

প্রথম কোচ হিসাবে আইলিগের সবকটি খেতাব জয়ের রেকর্ড গড়লেন কিবু ভিকুনা(Kubu Vicuna)। এই ম্যাচে নামার আগেই আইলিগে যোগ্যতা অর্জন করে ফেলেছিল ডায়মন্ড হারবার এফসি। দুটো ম্যাচ বাকি ছিল তাদের। শনিবার চিনমারি এফসির বিরুদ্ধে লড়াইটা হাড্ডহাড্ডি হল। শেষ মুহূর্তে রবি মান্ডির(Rabi Mandi) গোল। আর তাতেই বাজিমাত।

দলের এমন জয়ে আপ্লুত চিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সোশ্যাল মিডিয়ায় তিনি শুভেচ্ছা বার্তায় লিখেছেন, “বলতেই পারেন আমি স্বপ্ন দেখি। কিন্তু আমি একা নই। যখন আবেগ এবং অধ্যাবশায় মিলে মিশে এক হয়ে যায়, তখন সেখানে আর কোনও বাঁধ থাকে না। এদিনের জয়ে ডায়মন্ড হারবার এফসি আইলিগ-২ চ্যাম্পিয়ন। এটা একটা ল্যান্ডমার্ক। সিএফএল প্রথম ডিভিশন থেকে সিএফএল প্রিমিয়ার ডিভিশন। আইলিগ থ্রি চ্যাম্পিয়ন হওয়ার পর এবার আইলিগ-২ চ্যাম্পিয়ন। আইলিগের মঞ্চে যোগ্যতা অর্জণ। এটা অধ্যাবশায়, গর্ব এবং উন্নতির পথে এগনোর একটা গল্প”।

তিনি আরও লিখেছেন, “হার্দিক শুভেচ্ছা দলের ফুটবলার থেকে কোচ, সাপোর্ট স্টাফ সহ স্কোয়াডের সকলকে, যারা স্বপ্নকে সত্যি করতে নিজেদের ঘাম ঝড়িয়েছেন এবং মন প্রাণ দিয়ে কাজ করেছেন। এছাড়া আমাদের সমর্থকরা, যাদের ভালবাসা এবং বিশ্বাসই আমাদের প্রধান শক্তি”।

চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। তবে ট্রফিটা এখনই হাতে ওঠেনি। এখনও একটা ম্যাচ বাকি রয়েছে ডায়মন্ড হারবার এফসির। চ্যাম্পিয়ন ট্রফি হাতে নেওয়ার অপেক্ষাতেই সকলে।

spot_img

Related articles

শুনানি নিয়ে চাপ বাড়ালো নির্বাচন কমিশন, তারপরই মৃত্যু BLO সরকারি কর্মীর

নিজেদের টার্গেট পূরণ করতে চাপ বিএলও থেকে জেলা নির্বাচন আধিকারিকদের উপর। যতবার এভাবে রাজ্যের সরকারি কর্মী, বিএলও-র (BLO)...

নেতাই দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা মমতার, প্রণাম জানালেন অভিষেকও

নেতাই হত্যাকাণ্ড বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের কফিনে শেষ পরেকটা পুঁতে দিয়েছিল। গুলি চালিয়ে ৯ জন গ্রামবাসীকে হত্যার অভিযোগ উঠেছিল...

ঝুলি থেকে বেরোলো বিড়াল: ভেনেজুয়েলা থেকে কত তেল লুট করবেন, ঘোষণা ট্রাম্পের

আমেরিকায় মাদক বিক্রির অভিযোগ যে স্রেফ একটা ভাঁওতা ছিল মাত্র চারদিনের মধ্যে নিজেই ফাঁস করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি...

দুদিনের সফরে সিঙ্গুরে সভা প্রধানমন্ত্রীর: আলাদা গুরুত্ব নয় দিলীপের!

রাজ্য জুড়ে নির্বাচনের প্রস্তুতিতে কোমর বেঁধে নেমেছে বঙ্গ বিজেপির নেতাকর্মীরা, নতুন করে উজ্জীবিত হয়ে যোগ দিয়েছেন প্রাক্তন রাজ্য...