শালবনিতে প্রস্তুতি তুঙ্গে, সোমে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

এই বছর BGBS থেকেই বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন জিন্দাল গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দাল। জানান, শালবনিতে ৮০০ মেগা ওয়াটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করবেন তাঁরা। ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগের কথাও ঘোষণা করেন তিনি। এই ঘোষণার কয়েকমাসের ২১ এপ্রিল শালবনিতে জিন্দল গোষ্ঠীর (Jindal Group) তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়েছে। জিন্দল প্ল্যান্টের ভিতরে এএসএল বা নিরাপত্তা সংক্রান্ত বৈঠক হয়েছে বলেও সূত্রের খবর।

শালবনিতে জিন্দলদের সিমেন্ট কারখানা গড়ে ওঠার পরেও বিপুল পরিমাণ জমি পড়ে আছে। সেই জমিতেই দুটি ৮০০ মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট (Power Plant) গড়ে তোলার ঘোষণা করেছিলেন সজ্জন জিন্দল। ফেব্রুয়ারি মাসে বিশ্ব বঙ্গ সম্মেলন থেকে মুখ্যমন্ত্রীর পাশে বসে এই ঘোষণা করেছিলেন তিনি। এবার ওই পাওয়ার প্ল্যান্টেরই শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। শালবনির কারখানার এক আধিকারিক জানিয়েছেন, “২১ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়েছে।”

আগামী ২১ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনীতে আসছেন এমনটাই জেলা প্রশাসন সূত্রে খবর। ২২ এপ্রিল একটি প্রশাসনিক সভা এবং প্রকল্পের সুবিধা বিতরণ করার কথা রয়েছে তাঁর যদিও এই বিষয়টি জেলা পুলিশ ও প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়নি। তবে, দলীয় সূত্রে ঠিক এমনটাই জানা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পাওয়ার প্ল্যান্টের (Power Plant) শিলান্যাস করতে আসছেন, সেই বিষয়ে খবর পৌঁছেছে শালবনী জিন্দল কারখানাতেও। বৃহস্পতিবার জিন্দল প্ল্যান্টের ভেতরে এএসএল বা নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠক হয়েছে বলেও সূত্রের খবর।
আরও খবর: ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে তৈরি তথ্যচিত্র ‘মশাল’-এর প্রিমিয়ার শোতে বাংলার মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে করে মুখ্যমন্ত্রী জানান, “রাজ্যজুড়ে বিদ্যুৎকেন্দ্রে জোর দেওয়া হচ্ছে। ২১ এপ্রিল আমি যাব শালবনিতে। শালবনিতে ৮০০ মেগাওয়াট দুটো প্ল্যান্ট হবে। ওখানে জিন্দলরা থাকবেন। মুখ্যসচিব মনোজ পন্থ যাবেন। জিন্দল সাহেবও থাকবেন, ওঁর ছেলেও থাকবেন। আমরা বিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করব। আর তারপরেই কাজ শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই অনেকগুলো পাওয়ার প্ল্যান্টের কাজ চলছে। এর মধ্যে শালবনিতে ১৬০০ মেগাওয়াট থার্মাল পাওয়ারপ্ল্যান্ট তৈরি হবে। জিন্দলরা খরচ করছেন ১৬ হাজার কোটি টাকার উপরে। কমপিটিটিভ বিডিংয়ের মাধ্যমে ওঁরা এই প্রোজেক্টের বরাত পেয়েছেন। পূর্বভারতে এমন প্রোজেক্ট আর নেই। এছাড়া ঝাড়গ্রাম -পশ্চিম মেদিনীপুরে সৌরবিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করা হবে।“