পরিস্থিতি যখন স্বাভাবিক হচ্ছে সেই সময় উস্কানি দিতে মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে মালদহে দেখা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যথাযথ পদক্ষেপ নিতে রাজ্যের সঙ্গে কথা বলবেন তিনি জানান। রাজ্যপালের (Governor) সাক্ষাতের সময়ে বিজেপির একদল লোক স্কুলের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে। ফলে পরিস্থিতি প্রতিকূল হওয়ার সম্ভাবনা তৈরি হয় সেখানে। মালদহ (Maldah) পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মুর্শিদাবাদের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাজ্যপালকে (Governor) সেখানে না যেতে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুর্শিদাবাদে না গেলেও মালদহে গিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মালদহের পারলালপুর হাই স্কুল ঘরছাড়া মহিলা ও শিশুদের সঙ্গে কথা বলেন তিনি।

মালদহে রাজ্যপাল (Governor) জানান, যেভাবে এক গোষ্ঠীর উপর আরেক গোষ্ঠীর হামলা চালিয়েছে তা সভ্য দেশে হয় না। এই পরিস্থিতিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত শিশু ও মহিলারা। তাদের সুরক্ষার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্যের সঙ্গে কথা বলবেন তিনি। কথা বলবেন কেন্দ্রের সঙ্গেও।

তবে রাজ্যপালের এই সফরে বিজেপির কি অবস্থান নেওয়া উচিত ধন্দে রাজ্যের বিজেপি নেতারা। মালদহ স্কুলের রাজ্যপাল থাকাকালীনই একদল বিজেপি সমর্থক স্কুলের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন।


–

–

–

–

–

–

–
