সংখ্যালঘু নেতাকে অপহরণ করে খুন: বাংলাদেশকে ‘অজুহাত’ না দেওয়ার বার্তা ভারতের

অন্তর্বর্তী সরকারের (interim government) আমলে হিন্দু সংখ্যালঘুদের (minorities) খুনের ঘটনাগুলি ঘটেছিল এবং একইভাবে খুনে অভিযুক্তরা দায় এড়িয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে

সম্প্রতি ভারতে মূর্শিদাবাদের হিংসার ঘটনায় প্রতিবেশী দেশ থেকে দুষ্কৃতীদের ভারতে ঢুকে হামলা চালানো নিয়ে দায় ঝাড়ার চেষ্টা চালিয়েছিল বাংলাদেশ (Bangladesh)। উল্টে ভারতে সংখ্যালঘুদের (minorities) নিরাপত্তা নিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। যেখানে ভারতে বিশেষত বাংলায় সংখ্য়ালঘুদের যে নিরাপত্তা ও গুরুত্ব দেওয়া হয় তা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ইউনূস (Mohammed Yunus) সরকারের আমলে পায় না। সেই কথাই বিদেশ মন্ত্রকের তরফে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল। এবার সংখ্যালঘু নেতাকে অপহরণ করে খুনের ঘটনা সেই বাংলাদেশেই। আর তাতেই বাংলাদেশকে আরেকবার সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে কড়া বার্তা বিদেশ মন্ত্রকের (MEA)। কোনও অজুহাত না দেখিয়ে পদক্ষেপ নেওয়ার বার্তা দেওয়া হল বিদেশ মন্ত্রকের তরফে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) স্পষ্ট ভাষায় জানান, ভারত অত্যন্ত বেদনার সঙ্গে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায়ের অপহরণ ও খুনের ঘটনা। এই খুন সেই একই ধারায় হয়েছে যেভাবে অন্তর্বর্তী সরকারের (interim government) আমলে হিন্দু সংখ্যালঘুদের (minorities) খুনের ঘটনাগুলি ঘটেছিল এবং একইভাবে খুনে অভিযুক্তরা দায় এড়িয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

সেখানেই বাংলাদেশের মহম্মদ ইউনূসের (Mohammed Yunus) অন্তর্বর্তী সরকারকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে অজুহাত না দিয়ে কর্তব্য পালনে কথা। জয়সওয়াল স্পষ্ট উল্লেখ করেন, ভারত এই খুনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং আরও একবার অন্তর্বর্তী সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছে তাদের দায়িত্ব যেখানে অবশ্যই কোনও অজুহাত না দিয়ে কোনও ভেদাভেদ না করে হিন্দুসহ সব সংখ্যালঘুদের রক্ষা করা তাদের কর্তব্য।