Wednesday, November 12, 2025

সোমে শালবনিতে শিলান্যাস জিন্দলদের বিদ্যুৎ প্রকল্পের! মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন সৌরভও 

Date:

রাজ্যের উদ্যোগে জিন্দলদের তৈরি বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস আগামী সোমবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের শিলান্যাস করবেন। সঙ্গে থাকবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গঙ্গোপাধ্যায়ও। জিন্দল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দল এই মুহূর্তে দেশের অন্যতম শীর্ষস্থানীয় গুরুত্বপূর্ণ শিল্পপতি। শিল্পপতি সজ্জন জিন্দল আমন্ত্রণ জানান সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সৌরভ উপস্থিত থাকার ব্যাপারে সম্মতিও দিয়েছেন। সৌরভও ইতিমধ্যে পুরোদস্তুর শিল্পপতি হয়ে উঠেছেন। তাঁর স্টিল প্ল্যান্টের কাজের প্রক্রিয়াও শুরু হয়েছে। সব মিলিয়ে তাপবিদ্যুৎ প্রকল্পকে ঘিরে শালবনিতে সাজ সাজ ব্যাপার।

সোমবার সকালে শালবনি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভও দুপুরে বেরিয়ে বেলায় শালবনি পৌঁছে যাবেন। অনুষ্ঠানে থাকবেন। অনুষ্ঠান শেষে সজ্জন জিন্দলের বিশেষ বিমানে কলকাতায় ফিরবেন সৌরভ। অন্যদিকে মুখ্যমন্ত্রী শালবনি থেকে যাবেন মেদিনীপুরে।

বিদ্যুৎ প্রকল্পকে ঘিরে এই মুহূর্তে সাজ সাজ পরিস্থিতি শালবনিতে। প্রকল্পকে ঘিরে বিরাট কর্মসংস্থান হবে। আপাতত দুটি ইউনিটের শিলান্যাস হবে। পরে রিভিউ মিটিং করে চাহিদা খতিয়ে দেখে বিদ্যুৎ প্রকল্পের ক্ষমতা বৃদ্ধি করা হবে। গত ১৭ এপ্রিল মুখ্যমন্ত্রী এই প্রকল্পের শিলান্যাসের খবর দেন। ৮০০ মেগাওয়াটের দুটি প্ল্যান্ট হবে শালবনিতে। বিনিয়োগ হবে ১৬ হাজার কোটি টাকার বেশি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিদ্যুতের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। শালবনিতে শিলান্যাসের পরেই কাজ শুরু হয়ে যাবে। কম্পিটিটিভ বিডিংয়ের মাধ্যমেই জিন্দলরা এই বরাত পেয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার চিত্র বদলে যাবে। ফলে এলাকাবাসীদের আগ্রহ ও উন্মাদনা তুঙ্গে। বাংলা এখন শিল্পের গন্তব্য৷ দেশি–বিদেশি শিল্পপতিরা এখন বাংলাতে বিপুল পরিমাণ বিনিয়োগে আগ্রহী৷ বাম আমলের বন্ধ্যা দশা কাটিয়ে মুখ্যমন্ত্রী বাংলাকে এগিয়ে দিচ্ছেন নতুন দিশায়৷

আরও পড়ুন – জৈন মন্দির মাটিতে মিশল! মুম্বইয়ের ঘটনায় বিজেপির মুখোশ খুলল তৃণমূল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version