উত্তর-পূর্ব দিল্লির মুস্তাফাবাদ এলাকায় (Mustafabad, North East Delhi) শনিবার ভোর রাত পৌনে তিনটি নাগাদ একটি চারতলা বাড়ি ভেঙে অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে দিল্লি পুলিশের তরফে নিশ্চিত করা হয়েছে। জোর কদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের নিচে একাধিকের আটকে পড়ার আশঙ্কা করছে বিপর্যয় মোকাবিলা টিম। এখনো পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। টানা বৃষ্টির কারণেই চারতলা বাড়িটি ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বাড়ি ভেঙে পড়ার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)।

দিল্লির দমকল বিভাগের তরফে আধিকারিক রাজেন্দ্র আটওয়াল জানিয়েছেন, দুর্ঘটনার সময়ে ওই চারতলা বাড়ির ভিতরে অনেকেই ছিলেন। এখনও পর্যন্ত ৮ থেকে ১০ জন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ, দমকলের পাশাপাশি এনডিআরএফের কর্মীরা ও উদ্ধার কাজ চালাচ্ছেন। ভাইরাল ভিডিওতে যেভাবে বাড়ি থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে দেখা গেছে তাতে অনেকেই শিউরে উঠছেন। শুক্রবার থেকে দিল্লিতে এক নাগাড়ে বৃষ্টি এবং বজ্রপাতের জেরেই বিল্ডিং ভেঙ্গে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

–

–


–

–

–

–

–

–

–
