Thursday, August 28, 2025

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা ‘দ্যা মমতা ব্যানার্জি ওয়ে’ প্রকাশিত হল এগরা কালচারাল কার্নিভালে। রবিবার বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ, সাংবাদিক কুনাল ঘোষ, বিধায়ক তরুণ মাইতি, কাঁথি চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, বিডিও দুর্গাপ্রসাদ ঘোষ সহ এলাকার বিশিষ্ট সাহিত্যিক শিক্ষাবিদ, কাউন্সিলর সহ বিভিন্ন ক্ষেত্রের উৎসাহী মানুষ।

এগরা কালচারাল কার্নিভাল শুরু হয় রবিবার সকাল থেকেই। প্রভাত ফেরী, বসে আঁকো প্রতিযোগিতা দিয়ে বিকেলে সাহিত্য সভাতে বইয়ের উদ্বোধন। বার্তা প্রকাশনী থেকে প্রকাশিত বইটির লেখক সৌরভ বিসাই। কেন এই বইটি লিখলেন, তার কারণ ব্যাখ্যা করে নতুন প্রজন্মের লেখক সৌরভ বলেন, আজকের যারা নতুন প্রজন্ম, যারা রাজনীতি করেন বা রাজনীতির সম্বন্ধে খবর রাখেন তাদের কাছে এই বইটি খুবই আকর্ষণীয় হতে পারে। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করা উচিত, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিবিদ হিসেবে এত জনপ্রিয় সেই কারণ খোঁজার চেষ্টা হয়েছে এই ইংরেজি বইটিতে। সৌরভ আরও বলেন, এতদিন কলকাতা কেন্দ্রিক নানা মৌলিক কাজকর্ম করলেও একেবারে ভূমিপুত্র হিসেবে এগরায় বইটি প্রকাশ করে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি। প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বইয়ের বিষয় নিয়ে বলতে গিয়ে বলেন, টালির বাড়ি থেকে শুরু করে, কিভাবে দেশের জনপ্রিয়তম রাজনীতিবিদ হওয়া যায় এটা একটা বিস্ময়ের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান, জনসংযোগ, বিপুল জনসমর্থন, প্রোপিপল পদ সহ নানা বিষয়  তরুণ সৌরভের বইতে আছে। নিশ্চিত ভাবে বইটি বর্তমানের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক। তরুণ মাইতি, সুপ্রকাশ গিরি বলেন, এগরা সাংস্কৃতিক দিক থেকে খুবই সমৃদ্ধ। সৌরভের মতো তরুণ লেখকরা উঠে আসছে এবং আগামী প্রজন্মকে পথ দেখাচ্ছে। এটা অবশ্যই সাহিত্যের ক্ষেত্রে ইতিবাচক দিক।

আরও পড়ুন – বক্তা তালিকায় নেই মীনাক্ষি, বামনেত্রীকে চরম অপমান বাম ব্রিগেডে!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version