Saturday, November 8, 2025

ফেডারেশনের বিরুদ্ধে কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসে যাওয়ার বর্তা ইন্টারকাশির

Date:

Share post:

চার্চিল ব্রাদার্সকে(Churchill Brothers) চ্যাম্পিয়ন ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(AIFF)। আর তাতেই কিন্তু সমস্যার সামনেও পড়তে পারে তারা। চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করা পরই কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসের দ্বারস্থ হওয়ার হুমকি ইন্টার কাশি(Interkashi fc) এফসির। ফেডারেশনের নিয়ম নিয়েই এবার প্রশ্ন তুলছেন ইন্টারকাশি কর্তারা। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

আইলিগ(Ileague) চ্যাম্পিয়ন কে হবে। এই প্রশ্ন নিয়েই এতদিন সকলে তাকিয়ে ছিল ফেডারেশনের দিকে। শেষপর্য়ন্ত ফেডারেশনের আপিল কমিটি চার্চিল ব্রাদার্সকেই চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল। আর এই সিদ্ধান্তটাই মেনে নিতে পারছে না ইন্টাররাশি(Interkashi) ম্যানেজমেন্ট। তাদের মতে ফেডারেশনের নিয়মে বহু জায়গায় ফাঁক রয়েছে। এছাড়া ভুলটা ফেডারেশনের। ফেডারেশনের এই গোটা প্রক্রিয়াটা নিয়েই এবার কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসের দ্বারস্থ হতে চলেছে ইন্টারকাশি।

বিতর্কের শুরুটা ইন্টারকাশি বনাম নামধারি এফসির ম্যাচ দিয়ে। নামধারীর বিরুদ্ধে হেরে গিয়েছিল সেই ম্যাচ ইন্টারকাশি। এরপরই তারা অভিযোগ তোলে যে অবৌধ ফুটবলার খেলিয়েছে নামধারি এফসি। সেটা দেখার পরই হারলেও ইন্টারকশিকেই তিন পয়েন্ট দেওয়ার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। আর তাতেই ইন্টারকাশির পয়েন্ট দাড়াচ্ছিল ৪২। অর্থাত্ চার্চিলের থেকে দুই পয়েন্ট বেশি। কিন্তু এরপরই পাল্টা অভিযোগ জানায় নামধারী এফসিও।

যে ফুটবলার নির্বাসিত ছিলেন, সেটা ফেডারেশনের সিএমএস পদ্ধতিতে ছিল না। সেই কারণেই খেলিয়েছে তারা। এরপরই সেই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করে ফেডারেশনের আপিল কমিটি। সেই থেকেই চাপানউতোর চলছিল। শেষপর্যন্ত অবশ্য চার্চিল ব্রাদার্সকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এরপরই সিএএসের যাওয়ার হুমকি দিয়েছে ইন্টারকাশি। তারা যে এত সহজেই ব্যাপারটা ছাড়বে না তা বেশ স্পষ্ট

spot_img

Related articles

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...