ফেডারেশনের বিরুদ্ধে কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসে যাওয়ার বর্তা ইন্টারকাশির

চার্চিল ব্রাদার্সকে(Churchill Brothers) চ্যাম্পিয়ন ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(AIFF)। আর তাতেই কিন্তু সমস্যার সামনেও পড়তে পারে তারা। চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করা পরই কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসের দ্বারস্থ হওয়ার হুমকি ইন্টার কাশি(Interkashi fc) এফসির। ফেডারেশনের নিয়ম নিয়েই এবার প্রশ্ন তুলছেন ইন্টারকাশি কর্তারা। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

আইলিগ(Ileague) চ্যাম্পিয়ন কে হবে। এই প্রশ্ন নিয়েই এতদিন সকলে তাকিয়ে ছিল ফেডারেশনের দিকে। শেষপর্য়ন্ত ফেডারেশনের আপিল কমিটি চার্চিল ব্রাদার্সকেই চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল। আর এই সিদ্ধান্তটাই মেনে নিতে পারছে না ইন্টাররাশি(Interkashi) ম্যানেজমেন্ট। তাদের মতে ফেডারেশনের নিয়মে বহু জায়গায় ফাঁক রয়েছে। এছাড়া ভুলটা ফেডারেশনের। ফেডারেশনের এই গোটা প্রক্রিয়াটা নিয়েই এবার কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসের দ্বারস্থ হতে চলেছে ইন্টারকাশি।

বিতর্কের শুরুটা ইন্টারকাশি বনাম নামধারি এফসির ম্যাচ দিয়ে। নামধারীর বিরুদ্ধে হেরে গিয়েছিল সেই ম্যাচ ইন্টারকাশি। এরপরই তারা অভিযোগ তোলে যে অবৌধ ফুটবলার খেলিয়েছে নামধারি এফসি। সেটা দেখার পরই হারলেও ইন্টারকশিকেই তিন পয়েন্ট দেওয়ার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। আর তাতেই ইন্টারকাশির পয়েন্ট দাড়াচ্ছিল ৪২। অর্থাত্ চার্চিলের থেকে দুই পয়েন্ট বেশি। কিন্তু এরপরই পাল্টা অভিযোগ জানায় নামধারী এফসিও।

যে ফুটবলার নির্বাসিত ছিলেন, সেটা ফেডারেশনের সিএমএস পদ্ধতিতে ছিল না। সেই কারণেই খেলিয়েছে তারা। এরপরই সেই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করে ফেডারেশনের আপিল কমিটি। সেই থেকেই চাপানউতোর চলছিল। শেষপর্যন্ত অবশ্য চার্চিল ব্রাদার্সকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এরপরই সিএএসের যাওয়ার হুমকি দিয়েছে ইন্টারকাশি। তারা যে এত সহজেই ব্যাপারটা ছাড়বে না তা বেশ স্পষ্ট