Thursday, November 6, 2025

মন্দির উদ্বোধনের ১০ দিন বাকি, দিঘার সমুদ্রে ভেসে এল জগন্নাথ দেবের মূর্তি! 

Date:

রবিবাসরীয় দিঘায় আশ্চর্য সকলে। ছুটির দিনে জমজমাট সৈকতে জগন্নাথের লীলা দেখল পর্যটকদের। আগামী অক্ষয় তৃতীয়ায় সাধারনের জন্য দিঘায় খুলে যাবে ধর্মক্ষেত্র জগন্নাথ মন্দিরের দ্বার। তার আগে আশ্চর্যজনক ঘটনার সাক্ষী থাকলো দিঘার পর্যটক থেকে স্থানীয় মানুষজনেরা।

রবিবার বিকেলে জমজমাট সৈকতে হঠাৎ ভেসে এল কাঠের তৈরি জগন্নাথদেবের এক মূর্তি, যা দেখে চমকে ওঠে পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটে দিঘার নির্মীয়মান জগন্নাথ ঘাটের সামনে, যেখানে বর্তমানে নতুন জগন্নাথ মন্দিরের কাজ জোরকদমে চলছে। এদিনই জগন্নাথ দেবের মূর্তিকে প্রতিষ্ঠা করে পুজো করা হয়। পূজিত হলেন জগন্নাথদেব।

প্রসঙ্গত, ওল্ড দিঘায় পুরনো জগন্নাথ মন্দিরের কাছে একটি ঘাট তৈরি করা হচ্ছে রাজ‌্য সরকারের উদ্যোগে। সেখানে গড়ে তোলা হচ্ছে জগন্নাথদেবের মাসির বাড়ি। সেখানেই মিস্ত্রিরা কাজ করছিলেন এবং সমুদ্রপাড়ের বোল্ডার সরাচ্ছিলেন কয়েকজন। তাঁদেরই একজন মঙ্গল রানা প্রথম দেখতে পান সমুদ্রের ঢেউতে ভেসে আসছে একটি মূর্তি। তারপর সেটি সবাই মিলে তোলা হয়। চলে আসেন সমুদ্র সৈকতের দোকানদাররা। দেখা যায় সেটি জগন্নাথের কাঠের মূর্তি। একটি হাত ভাঙা। এরপরই সেখানে পর্যটকদের ভিড় জমে। অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ ফুল কিনতে ছোটেন। কেউ কেউ আনেন মালা। তারপর জগন্নাথ মন্দিরে যেখানে হচ্ছে, সেই ভোগীব্রহ্মপুর গ্রামের বাসিন্দা অবনী সামন্ত বাড়িতে নিয়ে যান মূর্তিটি। সেখানেই পুজোপাঠ শুরু হয় জগন্নাথদেবের। স্থানীয়দের অনেকের দাবি, নতুন জগন্নাথ মন্দিরের কোথাও মূর্তিটি ঠাঁই পাক।

এই ঘটনাকে ঘিরে দিঘা সৈকতে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। প্রচুর পর্যটক ভিড় জমান সেই মূর্তিকে দেখার জন্য। কেউ একে অলৌকিক বলছেন, কেউ আবার বলছেন— এটা জগন্নাথদেবের কৃপা, বিশেষত মন্দির উদ্বোধনের প্রাক্কালে এমন ঘটনার মধ্যে ঈশ্বরীয় ইঙ্গিত দেখছেন অনেকে।

উল্লেখ্য, আগামী অক্ষয় তৃতীয়ায় সাধারনের জন্য খুলে দেওয়া হবে নবনির্মিত জগন্নাথ মন্দিরের দ্বার। তার আগেই এই ধরনের অদ্ভুত ঘটনার সাক্ষী হয়ে রইল দিঘা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মূর্তিটির উৎস সন্ধানে তদন্ত শুরু হয়েছে। দিঘার মানুষের বিশ্বাস, এই ঘটনা মন্দির উদ্বোধনের পূর্বলক্ষণ হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ। এখন সকলের নজর সেই শুভ মুহূর্তের দিকেই।

আরও পড়ুন – নৃশংস! সুদের টাকা আদায়ে বাবাকে না পেয়ে নাবালকের গায়ে গরম দুধ ঢাললেন বিজেপি নেতা

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ফ্ল্যাট থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, লিভ-ইন পার্টনারকে জিজ্ঞাসাবাদ

লেক থানা (Lake Police Station) এলাকায় একটি ফ্ল্যাট থেকে এক যুবকের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য গোটা...

হতভম্ব পুলিশ! নয়ডার অভিজাত এলাকার নর্দমায় মহিলার মুণ্ডহীন নগ্নদেহ উদ্ধার

বৃহস্পতিবার সকালে ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল নয়ডার (Noida) এক অভিজাত এলাকা। আজ, সকালে সেক্টর ১০৮–এর নর্দমা থেকে উদ্ধার...

বিহারে প্রথমদফায় নির্বাচনে বেলা গড়াতেই অশান্তি, উপমুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা

বিহারে (Bihar) প্রথমদফায় নির্বাচন শান্তিপূর্ণভাবে শুরু হলেও, বেলা গড়াতেই অশান্তি ছড়ায়। উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার কনভয়ে (Convoy) হামলার...

পাইলটের পথে হল দেরি! তিন ঘন্টা পর উড়ল ইন্ডিগোর বিমান, প্রশ্নের মুখে পরিষেবা

ফের প্রশ্নের মুখে ইন্ডিগোর(IndiGo) পরিষেবা! পাইলট দেরিতে আসায় নির্ধারিত সময়ের তিন ঘন্টা পর গন্তব্যের উদ্দেশে রওনা দিল ইন্ডিগোর...
Exit mobile version