Sunday, November 9, 2025

প্রথম ম্যাচেই হেরে সুপার কাপে যাত্রা শেষ ইস্টবেঙ্গলের

Date:

সুপার কাপ(Super Cup) থেকে ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নেমেছিল ইস্টবেঙ্গল(Eastbengal)। কিন্তু শুরুতেই সব শেষ। কেরালা ব্লাস্টার্সের(Kerala Blasters) কাছে ২-০ গোলে প্রথম ম্যাচ হেরেই সুপার কাপ থেকে বিদায় গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের। কেরালার বিরুদ্ধে সেভাবে এদিন এঁটে উঠতেই পারল না লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের এমন পারফরম্যান্সের পর ড্রেসিংরুম আরও প্রশ্ন উঠতেই পারে। কার্যত বিশ্রীভাবেই এবারের মরসুমটা শেষ হল ইস্টবেঙ্গলের।

সুপার কাপ শুরু হওয়ার আগেই ইস্টবেঙ্গলের ড্রেসিংরুমের কোন্দলটা সবার সামনে বেড়িয়ে এসেছিল। ক্লেটন সিলভার সঙ্গে সম্পর্ক ছিন্ন। ফিজিওকে অব্যহতি দেওয়া। লালট লিখনটা তখন থেকেই খানিকটা স্পষ্ট ছিল। যদিও সমর্থকরা আশায় বুক বেঁধেছিল। অস্কারের ওপর ভরসা করেছিল। কিন্তু শেষরক্ষা হল না।

মাঠে নেমে সেই একই জায়গায় লাল-হলুদ ব্রিগেড। এদিন অবশ্য কেরালার আক্রমণই ছিল বেশি। ইস্টবেঙ্গল(East Bengal) যে সুযোগ পায়নি তা নয়। তবে সেগুলো একটাও কাজে লাগাতে পারেনি তারা। এদিন শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখতে সেলিস, মেসি বউলি, দিয়ামন্তাকসদের মাঠে নামিয়ে দিয়েছিলেন অস্তার ব্রুজোঁ(Oscar Bruzon)। কিন্তু কাদের কাজ কিছুই হয়নি। বরং শুরুর দিকে জিনেমেজ কয়েকটা সুযোগ মিস না করলে অনেক আগেই গোল খেয়ে যেতে পারত লাল-হলুদ বাহিনী।

প্রথমার্ধের ৪১ মিনিটের মাথায় পেনাল্টি পায় কেরালা ব্লাস্টার্স। তাতেই সাফল্য। বিরতির পর ৬৪ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুরন্ত শট নোয়ার। প্রভসুখন গিল সেই বল আর বাঁচাতে পারেননি। বোয়ার সেই গোলটাই ইস্টবেঙ্গলের সমস্ত আশা শেষ করে দেয় এদিন।

লাল-হলুদ ব্রিগেড ম্যাচে ফেরার চেষ্টা চালালেও ফিরতে পারেনি। আর এই হারের সঙ্গেই বহু প্রশ্ন কিন্তু উঠে গেল লাল-হলুদ বাহিনীকে নিয়ে। বিশেষ করে কোন কোন জায়গায় গলদ তা হয়ত আরও একবার দেখে নিলেন সকলে। এখান থেকে শিক্ষা নিয়ে সামনের মরসুমে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version