Saturday, January 10, 2026

স্পিন আক্রমণে ভরসা, নায়ারের প্রত্যাবর্তনে আত্মবিশ্বাসী নাইট শিবির

Date:

Share post:

রাত পোহালেই ইডেনে গুজরাত টাইটান্সের(GT) বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স(KKR)। ঘরের মাঠে শেষ ম্যাচে হেরেছে কলকাতার নাইটরা। এবার ঘুরে দাঁড়াতে তারা মরিয়া। শেষ ম্যাচে ব্যাটারদের ব্যর্থতা ডুবিয়েছিল নাইট শিবিরকে। এই ম্যাচে নামার আগে সেদিকেই যে কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বেশি নজর তা বলার অপেক্ষা রাখে না। তবে ইডেনের বাইশগজে যে বরুণ(Varun Chakravarthy) এবং সুনীল নারিনই নাইট শিবিরের বাজি তা ম্যাচের আগের দিনই কার্যত স্পষ্ট করে দিলেন দলের স্পিন কোচ কার্ল ক্রো।

চলতি মরসুমে ভাল ছন্দে রয়েছেন বরুণ চক্রবর্তী। সুনীল নারিনও(Sunil Narine) ফর্মে রয়েছেন।  বোলিংয়ের পাশাপাশি বাড়তি পাওনা নারিনের ব্যাটে ছন্দে ফেরা। কিন্তু প্রতিপক্ষ শিবিরেও রয়েছে বড় নাম। সেই দলে রয়েছেন রশিদ খানের মতো তারকা ক্রিকেটার। তবে নাইটরাও যে প্রস্তুত তা মানতে কোনও দ্বিধা নেই তাদের স্পিন বোলিং কোচের। প্রতিপক্ষ শিবিরের জন্য সেভাবে নীলনক্সাও প্রস্তুত রয়েছে তাদের।

শেষ ম্যাচে বড় জয় পেয়েছে গুজরাত টাইটান্স। সেইসঙ্গে তাদের শিবিরে রয়েছেন জস বাটলার, শুভমন গিলদের মতো নাম। শেষ ম্যাচে বাটলারের ঝোরো ইনিংসেই জয় পেয়েছিল গুজরাত টাইটান্স। এই ম্যাচে তাঁকে আটকাতে নাইট রাইডার্সের স্পিনাররাও প্রধান অস্ত্র হতে চলেছে কার্ল ক্রোয়ের ইঙ্গিতেই তা স্পষ্ট।

এছাড়া এই ম্যাচের আগেই কলকাতা নাইট রাইডার্স(KKR) শিবিরে ফিরে এসেছেন অভিষেক নায়ার(Abhishek Nayar)। গতবারের চ্যাম্পিয়ন দলের কোচ ছিলেন তিনি। তাঁর প্রত্যাবর্তনে যে নাইট শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। ক্রিকেটারদর সঙ্গে তাঁর বন্ডিংটাও বেশ ভাল। কাজও শুরু করে দিয়েছেন তিনি।

ইডেন গার্ডেন্সে শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টের কাছে হারতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। এরপরই পিচ নিয়ে শুরু হয়েছিল নানান কথা। তবে এই ম্যাচেও পিচ কতটা বদলাতে তা নিয়ে নিশ্চিত নয় নাইট শিবির। সেই সমস্ত কথা মাথায় রখেই প্রস্তুতি চলছে তাদের।

spot_img

Related articles

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...