Friday, January 30, 2026

স্পিন আক্রমণে ভরসা, নায়ারের প্রত্যাবর্তনে আত্মবিশ্বাসী নাইট শিবির

Date:

Share post:

রাত পোহালেই ইডেনে গুজরাত টাইটান্সের(GT) বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স(KKR)। ঘরের মাঠে শেষ ম্যাচে হেরেছে কলকাতার নাইটরা। এবার ঘুরে দাঁড়াতে তারা মরিয়া। শেষ ম্যাচে ব্যাটারদের ব্যর্থতা ডুবিয়েছিল নাইট শিবিরকে। এই ম্যাচে নামার আগে সেদিকেই যে কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বেশি নজর তা বলার অপেক্ষা রাখে না। তবে ইডেনের বাইশগজে যে বরুণ(Varun Chakravarthy) এবং সুনীল নারিনই নাইট শিবিরের বাজি তা ম্যাচের আগের দিনই কার্যত স্পষ্ট করে দিলেন দলের স্পিন কোচ কার্ল ক্রো।

চলতি মরসুমে ভাল ছন্দে রয়েছেন বরুণ চক্রবর্তী। সুনীল নারিনও(Sunil Narine) ফর্মে রয়েছেন।  বোলিংয়ের পাশাপাশি বাড়তি পাওনা নারিনের ব্যাটে ছন্দে ফেরা। কিন্তু প্রতিপক্ষ শিবিরেও রয়েছে বড় নাম। সেই দলে রয়েছেন রশিদ খানের মতো তারকা ক্রিকেটার। তবে নাইটরাও যে প্রস্তুত তা মানতে কোনও দ্বিধা নেই তাদের স্পিন বোলিং কোচের। প্রতিপক্ষ শিবিরের জন্য সেভাবে নীলনক্সাও প্রস্তুত রয়েছে তাদের।

শেষ ম্যাচে বড় জয় পেয়েছে গুজরাত টাইটান্স। সেইসঙ্গে তাদের শিবিরে রয়েছেন জস বাটলার, শুভমন গিলদের মতো নাম। শেষ ম্যাচে বাটলারের ঝোরো ইনিংসেই জয় পেয়েছিল গুজরাত টাইটান্স। এই ম্যাচে তাঁকে আটকাতে নাইট রাইডার্সের স্পিনাররাও প্রধান অস্ত্র হতে চলেছে কার্ল ক্রোয়ের ইঙ্গিতেই তা স্পষ্ট।

এছাড়া এই ম্যাচের আগেই কলকাতা নাইট রাইডার্স(KKR) শিবিরে ফিরে এসেছেন অভিষেক নায়ার(Abhishek Nayar)। গতবারের চ্যাম্পিয়ন দলের কোচ ছিলেন তিনি। তাঁর প্রত্যাবর্তনে যে নাইট শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। ক্রিকেটারদর সঙ্গে তাঁর বন্ডিংটাও বেশ ভাল। কাজও শুরু করে দিয়েছেন তিনি।

ইডেন গার্ডেন্সে শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টের কাছে হারতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। এরপরই পিচ নিয়ে শুরু হয়েছিল নানান কথা। তবে এই ম্যাচেও পিচ কতটা বদলাতে তা নিয়ে নিশ্চিত নয় নাইট শিবির। সেই সমস্ত কথা মাথায় রখেই প্রস্তুতি চলছে তাদের।

spot_img

Related articles

প্রয়াত পি টি ঊষার স্বামী, ফোন করে শোক প্রকাশ মোদির

প্রয়াত পি টি ঊষার (PT Usha) স্বামী শ্রীনিবাসন। কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন শ্রীনিবাসন (Vengalil Sreenivasan)। ঊষার বর্ণময় কেরিয়ারে...

ভোটারদের শুনানি নথি আপলোডে ‘ইচ্ছাকৃত ভুল’ বরদাস্ত নয়, শাস্তি দেবে কমিশন!

এসআইআর হিয়ারিং (SIR hearing) সংক্রান্ত তথ্য আপলোডে যদি কোন ভুল হয় তাহলে শাস্তির মুখে পড়তে হতে পারে ERO...

দিনের বেলায় উধাও শীত, এক ধাক্কায় বাড়ল মহানগরীর তাপমাত্রা!

দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। শুক্রবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে...

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোমো সংস্থার ২, ‘জতুগৃহ’ থেকে উদ্ধার আরও দেহাংশ

আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বাড়ল গ্রেফতারি। ডেকরেটার্স সংস্থার মালিকের পর এবার 'ওয়াও মোমো'র...