রাজধানীর বিমানবন্দর পরিচালনার অব্যবস্থায় এবার বিমানবন্দরে নামতেই পারলেন না জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। তিনঘণ্টা মাঝ আকাশে অপেক্ষা করলেন শেষে ঘুরে যেতে হয় জয়পুরে। সেখানেও দুঘণ্টা অপেক্ষা করতে হল একজন মুখ্যমন্ত্রীকে (Chief Minister)। শেষে রাত তিনটে নাগাদ দিল্লির (Delhi) মাটি ছুঁতে পারেন ওমর আবদুল্লা।

দেশের যাতায়াত, যোগাযোগ ব্যবস্থা নিয়ে প্রতিদিন প্রচারের অন্ত নেই বিজেপির কেন্দ্রের সরকারের। বিমান পরিবহন মন্ত্রীরা একের পর এক বিমান বন্দর উদ্বোধনের সোশ্যাল মিডিয়া পোস্ট করে নজর কাড়ার চেষ্টা করে চলেছেন। অথচ বিমানবন্দরের পরিচালন ব্যবস্থা এতটাই সঙ্গীন যে দেশের একজন মুখ্যমন্ত্রীকে (Chief Minister) রাজধানীতে পৌঁছাতে গেলে অপেক্ষা করতে হচ্ছে পাঁচঘণ্টা।

শনিবার রাতে দিল্লি রওনা দেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Oamr Abdullah)। ইন্ডিগোর সেই বিমানে তাঁকে অপেক্ষা করতে হয় ৩ ঘণ্টা। তারপরেও তাঁদের বিমান ঘুরিয়ে দেওয়া হয় জয়পুরে (Jaipur)। সেখানে বিমানের সিঁড়িতে কিছুটা খোলা বাতাসের স্বস্তি নিতে বাইরে বেরিয়ে নিজের দুরবস্থার কথা সোশ্যাল মিডিয়ায় জানান ওমর। এরপর রাত তিনটে নাগাদ অবশেষে তাঁর বিমান দিল্লি পৌঁছানোর খবর তিনি নিজেই দেন। সেখানেই তিনি প্রশ্ন তোলেন জম্মু থেকে দিল্লি পৌঁছাতে যদি একজন মুখ্যমন্ত্রীকে এই হয়রানির শিকার হতে হয়, তবে সাধারণ মানুষের কী পরিস্থিতি হয়।

–


–

–

–

–

–

–

–
