লেডিস স্পেশালে উঠতে পারবেন পুরুষরাও! সোমবার থেকে মিলবে সুবিধা

তিন কামরায় উঠলে দিতে হবে না কোনও জরিমানা। ফলে ব্যস্ত সময়ে লোকাল ট্রেনে (local train) সাধারণ কামরায় যাতায়াতের চাপ খানিকটা কমলো

যাত্রী সংখ্যার অনুপাতের ভিত্তিতে প্রতিটি লোকাল ট্রেনে (local train) বাড়ানো হয়েছে লেডিস কামরা। আর তাতেই টানা বিক্ষোভের মুখে শিয়ালদহ শাখার ট্রেনগুলি। এবার সাধারণ যাত্রীদের কথা ভেবে লেডিস স্পেশাল (ladies special) ট্রেনে পুরুষদের ওঠার নতুন নিয়ম জারি করল রেল। যার সুবিধা সোমবার থেকেই পাবেন পুরুষ যাত্রীরা।

রেলের নির্দেশ অনুসারে, যে কোনও লেডিস স্পেশাল-এর মাঝের তিনটি কামরায় উঠতে পারবেন পুরুষ যাত্রীরা। এই তিন কামরায় উঠলে দিতে হবে না কোনও জরিমানা। ফলে ব্যস্ত সময়ে লোকাল ট্রেনে (local train) সাধারণ কামরায় যাতায়াতের চাপ খানিকটা কমলো পুরুষ যাত্রীদেরও।

সম্প্রতি সব লোকাল ট্রেনে লেডিস কামরা (ladies compartment) বাড়িয়ে তিনটি করা হয়েছে। ট্রেনের দুদিকে দেড়খানা করে কামরা বরাদ্দ মহিলাদের জন্য। ফলে ১২ কামরার ট্রেনে ৯টি কামরা সাধারণ যাত্রীদের জন্য থাকছে। এবার লেডিস স্পেশাল (ladies special) ট্রেনে ঠিক উল্টো নিয়ম। ৯টি কামরায় উঠতে পারবেন মহিলারা এবং তিনটিতে পুরুষদের প্রবেশাধিকার থাকছে।