মিলেনিয়ামে এত বড় নেত্রী আসেননি। শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে রাজ্যের উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করলেন কর্ণধার সজ্জন জিন্দাল (Sajjan Jindal)। সোমবার, শালবনিতে এই অনুষ্ঠানে জিন্দালের মুখে শোনা গেল জয় বাংলা স্লোগান।

সজ্জন জিন্দাল বলেন, এখানে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে। এরকম অনুভূতি হয়, যেন নিজের বাড়ির দিদির সঙ্গে কথা বলছি। মনে হয় এখানেই থেকে যাই। দিদিকে ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। বাংলার উন্নয়ন নিয়ে সজ্জন বলেন, “শালবনিতে খুব ভালো জমির রয়েছে। আমি দশ বছর পরে এলাম এখানে অত্যন্ত উন্নয়ন হয়েছে। যার সঙ্গে দেখা হয়েছে সবাই বলেছেন, তাঁরা খুশি।”

বাংলার উন্নয়ন নিয়ে সজ্জন বলেন, “শালবনিতে খুব ভালো জমি রয়েছে। আমি দশ বছর পরে এলাম এখানে। অত্যন্ত উন্নয়ন হয়েছে। যার সঙ্গে দেখা হয়েছে সবাই বলেছেন, তাঁরা খুশি।” জিন্দাল গোষ্ঠীর কর্ণধার আশ্বাস দেন, এখানে শিল্প স্থাপন হলে কর্মসংস্থান হবে স্থানীয়দের।

জাপান, কোরিয়া ও অন্যান্য দেশ থেকে প্রযুক্তি নিয়ে আসা হবে যেটা এখানে কারখানা উন্নয়নের কাজে লাগবে। একটা স্কিল ডেভেলপমেন্ট স্কুল করার কথাও বলেন জিন্দাল। তাঁর কথায়, পশ্চিমবঙ্গের কোণায় কোণায় উন্নয়ন হচ্ছে।


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী (Mamata Banerjee) প্রশংসা করে সজ্জন জিন্দাল বলেন, লক্ষ বছরে এরকম এক জনদরদি নেত্রী দেখা যায়। বক্তব্যের শেষে জিন্দলের মুখে শোনা যায়, “জয় বাংলা” স্লোগান।

–

–

–

–

–

–
