Monday, November 3, 2025

বেশ কয়েকদিন ধরেই জল্পনাটা চলছিল। অবশেষে বিসিসিআইয়ের(BCCI) চুক্তিতে ফিরলেন ঈশান কিষাণ(Ishan Kishan) ও শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। গত মরসুমে বোর্ডের নির্দেশ না মানার জন্য বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল এই দুই ক্রিকেটারকে। অবশেষে নিজেদের পারফরম্যান্স দিয়ে ফের একবার বোর্ডের বার্ষিক চুক্তিতে ফিরলেন ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার। একইসঙ্গদে গুঞ্জন চললেও বোর্ডের এ প্রাস ক্যাটাগরিতেই রইলেন রোহিত শর্মা(Rohit Sharma), বিরাট কোহলি(Virat Kohli)।

গত মরসুমে ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার বার্তা দিয়েছিল বিসিসিআই(BCCI)। বিশেষ করে রঞ্জি ট্রফিতে। সেই সময় ভারতীয় দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। সেই সময় ভারতীয় দলে না থাকলেও ঘরোয়া ক্রিকেটের মঞ্চে দেখা যায়নি এই দুই ক্রিকেটারকে। সেই সময় থেকেই তাদের ওপর বেশ রেগে গিয়েছিল বিসিসিআই। শাস্তি স্বরূপ এই দুই ক্রিকেটারকেই বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এই মরসুমে বোর্ডের নির্দেশ মতোই ঘরোয়া ক্রিকেটে ফিরেছিল তারা। শুধুমাত্র তাই নয় চ্যম্পিয়ন্স ট্রফিতেও ভারতের জার্সিতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। কঠিন সময়ে ব্যাট হাতে ভারতীয় দলকে বারবার বাঁচিয়েছেন তিনি। শুধুমাত্র তাই নয় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ো সর্বোচ্চ রানও করেছিলেন শ্রেয়স আইয়ারই। এরপর থেকেই আভাসটা পাওয়া যাচ্ছিল। শেষপর্যন্ত সেটাই হল। বোর্ডের বার্ষিক চুক্তির গ্রেড -বি-তেই ফিরেছেন এই তারকা ক্রিকেটার।

অন্যদিকে ঈশান কিষাণ(Ishan Kishan) এখনও পর্যন্ত ভারতীয় দলে ডাক না পেলেও, চলতি আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ঈশান কিষাণের ঝোরো সেঞ্চুরি এখনও সকলের স্মৃতিতেই টাটকা। সেই পারফরম্যান্স দেখেই হয়ত ঈশান কিষাণকেও গ্রেড-সি-তে ফেরানো হয়েছে।

অন্যদিকে এবার শোনাযাচ্ছিল রোহিত শর্মা(Rohit Sharma) এবং বিরাট কোহলি(Virat Kohli) নাকি নিজেদের গ্রেড হারাতে পারেন। শুধু তাই নয় রবীন্দ্র জাদেজাকেও বাদ দেওয়া হতে পারে। যদিও শেষপর্যন্ত তা হয়নি। বোর্ডের এ প্লাস গ্রেডেই রইলেন রোহিত শর্মা, বিরাট কোহলি সহ রবীন্দ্র জাদেজা।

Related articles

ট্রেলারে ধাক্কা ট্রাভেলারের: রাজস্থানে একসঙ্গে মৃত ১৮ পুণার্থী

দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা যাত্রীবাহী ট্রাভেলারের। রাজস্থানের যোধপুরের (Jodhpur) কাছে এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের।...

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...
Exit mobile version