Monday, August 25, 2025

সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীর চাকরি হারানোর ঘটনায় যাবতীয় আইনের প্রক্রিয়া সেরে শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে তৎপর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে টাস্ক ফোর্স (task force) গঠন করে আইনি পরামর্শ নেওয়া চলছে একদিকে। সেইসঙ্গে আলোচনা চলছে শিক্ষকদের সঙ্গেও। তা সত্ত্বেও রাজ্যের উপর আস্থা না রাখা একদল শিক্ষকের উস্কানিতে সোমবার অশান্তি তৈরির চেষ্টা এসএসসি-র চাকরি হারানো শিক্ষকদের (SSC teachers) একাংশের। সোমবার আচার্য সদনে আইনি পর্যালোচনায় বৈঠকে বসে এসএসসি কর্তৃপক্ষ। অন্যদিকে বাইরে বিক্ষোভের পরিবেশ তৈরি করে শিক্ষকদের একাংশ।

যোগ্য-অযোগ্য (tainted-untainted) শিক্ষকদের তালিকা এসএসসির কাছে নেই সে কথা আগেই জানিয়েছিলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। সিবিআই-এর (CBI) থেকে পাওয়া ওএমআর শিটের ভিত্তিতে যোগ্য-অযোগ্য তালিকা ২১ এপ্রিল প্রকাশের সম্ভাবনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। আদৌ সিবিআই-এর তথ্য কতটা যুক্তিগ্রাহ্য তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল রাজ্যের আইনজীবীদের তরফে।

সেই পর্যালোচনাতেই সোমবার আচার্য সদনে বৈঠকে বসেন এসএসসি চেয়ারম্যান। অন্যদিকে তালিকার দাবিতে বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন শিক্ষকরা। তাঁদের প্রতিনিধিদেরও বৈঠকে ডাকা হয়। তা সত্ত্বেও সোমবারই যোগ্যদের (untainted) তালিকা প্রকাশের দাবিতে দিনভর এসএসসি দফতর কার্যত ঘেরাও করে রাখেন শিক্ষকরা।

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...
Exit mobile version