সোমের সকালে ভিআইপি রোডের (VIP road accident) বাঙুর অ্যাভিনিউয়ের দুর্ঘটনায় জোর শোরগোল। অফিস টাইম শুরু হতে না হতেই বাস -বাইকের দুর্ঘটনা। আটটা পনেরো মিনিট নাগাদ বারাসত থেকে গড়িয়ার দিকে যাচ্ছিল এসি ৩৭ রুটের বাস। সেই সময় কেষ্টপুরের দিক থেকে উল্টোডাঙার দিকে যাওয়া বাইক আরোহীর সঙ্গে এক সাইকেলের ধাক্কা লাগায় তিনি ছিটকে গিয়ে বাসের নিচে পড়েন। মুহূর্তের মধ্যে বাইকারহীর মাথা পিষে যায় বাসের চাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জানা গেছে তিনি উল্টোডাঙ্গার বাসিন্দা, নাম দেবরাজ দাস (Debraj Das)।

দুর্ঘটনার ফলে ভিআইপি রোডের বাঙুর অ্যাভিনিউয়ে কিছুক্ষণের জন্য তীব্র যানজট তৈরি হয়। হয়রানির শিকার হন অফিস যাত্রীরা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। বাসটিকে আটক করেছে পুলিশ, তবে চালক পলাতক।

–

–


–

–

–

–

–

,-

–
