Wednesday, November 5, 2025

জলপথ পরিবহণে আধুনিকতার ছোঁয়া! রাজ্যে গড়ে উঠছে পাঁচটি নতুন ফেরি টার্মিনাল

Date:

Share post:

অভ্যন্তরীণ জলপথ পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণের লক্ষ্যে রাজ্য সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। হুগলি জেলার চুঁচুড়া, হাওড়া, নাজিরগঞ্জ, পানিহাটি এবং মিলেনিয়াম পার্ক সংলগ্ন শিপিং ঘাটে পাঁচটি আধুনিক ফেরি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২২৮ কোটি টাকা।

জানা গিয়েছে, এই টার্মিনালগুলি নির্মাণের দায়িত্বে রয়েছে রাজ্য পরিবহন পরিকাঠামো উন্নয়ন নিগম লিমিটেড (WBTCIDL)। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এই প্রকল্প বাস্তবায়িত হবে। নবান্ন সূত্রে খবর, প্রস্তাবিত টার্মিনালগুলি আন্তর্জাতিক মানের সুবিধা নিয়ে তৈরি হবে। থাকবে টিকিট কাউন্টার, প্রশস্ত অপেক্ষাকক্ষ, লিফট, এস্কেলেটর, মাতৃদুগ্ধপান কক্ষ, দোকান, চার্জিং পয়েন্ট, শৌচাগার, ভিউয়িং গ্যালারি ও রেস্তোরাঁ। বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্যও থাকবে পর্যাপ্ত ব্যবস্থা।

পরিবেশবান্ধব এই টার্মিনালগুলোতে থাকবে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা, ঝড়ের জল নিষ্কাশন ব্যবস্থা এবং শক্তি-সাশ্রয়ী আলোকসজ্জা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য টার্মিনালগুলি নির্মিত হবে ঘূর্ণিঝড়-সহনশীল কাঠামোতে। যাত্রী নিরাপত্তায় থাকছে জরুরি নির্গমন ব্যবস্থা এবং একাধিক প্রস্থান পথ।

বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবেশ সংরক্ষণে। নির্মাণকালে কোনো গাছ কাটা হবে না এবং হুগলি নদীর তীরবর্তী পরিবেশ রক্ষা করা হবে। গঙ্গার ডলফিন সংরক্ষণের জন্যও নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। টার্মিনাল নির্মাণের জন্য নির্ধারিত জমির পরিমাণ হাওড়ায় ৬,৫৫০ বর্গমিটার, শিপিং ঘাটে ২,৩৫২ বর্গমিটার, পানিহাটিতে ১,৬৪৩ বর্গমিটার, চুঁচুড়ায় ১,৫৫১ বর্গমিটার এবং নাজিরগঞ্জে ৭৪৭ বর্গমিটার। এই উদ্যোগ রাজ্যের জলপথ পরিবহন ব্যবস্থাকে এক নতুন দিশা দেবে বলে আশা করছে প্রশাসন।

আরও পড়ুন – কথা রাখল রাজ্য, DI-দের কাছে প্রথম তালিকা পাঠাল স্কুল শিক্ষা দফতর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...