Tuesday, November 4, 2025

ইডেনে নিষেধাজ্ঞা প্রসঙ্গে মুখ খুললেন হর্ষ ভোগলে

Date:

Share post:

হর্ষ ভোগলেকে(Harsha Bhogle) আর দেখা যাবে না ইডেনে(Eden)? গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তাঁকে ধারাভাষ্যকার হিসাবে দেখতে না পাওয়ার পর থেকেই এই গুঞ্জনটা শুরু হয়ে গিয়েছিল। তার কারণ কয়েকদিন আগেই ইডেনে হর্ষ ভোগলে(Harsha Bhogle) এবং সাইমন ডুলকে(Simon Doul) ধারাভাষ্য দিতে নিষেধাজ্ঞা জারির জন্য বোর্ডকে চিঠি দিয়েছিল সিএবি। তারপর হর্ষ ভোগলের অনুপস্থিতি দেখে সকলের তেমন ভাবাটাই স্বাভাবিক। অবশেষে সেই প্রসঙ্গেই মুখ খুললেন হর্ষ ভোগলে। তাঁর ওপর নাকি নিষেধাজ্ঞা জারি করা হয়নি, এমনই দাবী করেছেন হর্ষ ভোগলে।

এক সংস্থায় সাক্ষাৎকারে তিনি জানান, “কলকাতার ম্যাচে আমি কেন ছিলাম না তা নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমাকে যে যে ম্যাচ করতে বলা হয়েছে, সেখানে এই ম্যাচটি ছিল না। এই বিষয়ে আমাকে জিজ্ঞাসা করলেই তো আর ভুল বোঝাবুঝিটা থাকত না। প্রতিযোগিতা আরম্ভ হওয়ার আগেই ধারাভাষ্যের সূচী দিয়ে দেওয়া হয়। সেখানে কলকাতায় আমার দুটো ম্যাচ ছিল। প্রথমটায় আমি ছিলাম। আর পরেরটায় পারিবারিক কারণে থাকতে পারিনি”।

সিএবির সঙ্গে হর্ষ ভোগলের সমস্যাটা শুরু নাইট রাইডার্স(KKR) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স(RCB) বেঙ্গালুরু ম্যাচকে কেন্দ্র করে। সেই ম্যাচে হারের পরই নাইট অধিনায়ক ইডেনের পিচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। বিশেষ করে রাহানের নিশানায় ছিলেন ইডেনের পিচ কিউরেটর। সেই প্রসঙ্গেই এক জায়গায় সাক্ষাতকার দিতে গিয়ে খানিকটা নাইটদের সুরেই কথা বলেছিলেন হর্ষ ভোগলে।

ঘরের মাঠে ঘরের দলের সুবিধা পাওয়াটাই উচিৎ বলেই সেই সময় জানিয়েছিলেন হর্ষ ভোগলে(Harsha Bhogle)। ককেআর কেন বোলিং তাদের পছন্দ মতো পিচ পাচ্ছে না তা নিয়েও মুখ খুলেছিলেন তিনি। শুধুমাত্র তাই নয় সুজন গঙ্গোপাধ্যায়ের পিচ পরিবর্তন করা সম্ভব নয় মন্তব্য নিয়েও খানিকটা হতাশা প্রকাশ করেছিলেন তিনি। আর তা নিয়েই বেশ চটেছিলেন সিএবি কর্তারা। এরপরই বোর্ডকে চিঠি লেখা হয়েছিল সিএবির তরফে।

spot_img

Related articles

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...