Thursday, August 21, 2025

প্রায় একবছর পর আবারও একানা(Ekana Stadium) স্টেডিয়ামে ফিরছেন কেএল রাহুল(KL Rahul)। সঞ্জীব গোয়াঙ্কার সঙ্গে হওয়ার সেই ঘটনার পর এই প্রথমবার লখনউ সুপার জায়ান্টের হোম গ্রাউন্ড একানা স্টেডিয়ামে খেলতে নামছেন কেএল রাহুল। তবে এবার তিনি লখনউ সুপার জায়ান্টসের(LSG) অধিনায়ক নন, প্রতিপক্ষ হিসাবেই মাঠে নামছেন কেএল রাহুল। আর তাতেই নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে কেএল রাহুল যে কতটা ভয়ঙ্কর তার উদাহরণ বহু রয়েছে। অন্তত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সেই জবাবটা সবচেয়ে ভাল জানে।

গত বছর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারের পর মাঠেই কেএল রাহুলের(KL Rahul) ওপর সঞ্জীব গোয়েঙ্কার রাগ দেখানো এবং তাঁর সঙ্গে বচসার ছবি সবাই দেখেছিলেন। সেই নিয়ে জল ঘোলাও কম হয়নি। চলেছিল বিতর্ক। এরপর গোয়েঙ্কা রাহুলকে নিজেদের পরিবারের অংশ বললেও, শেষপর্যন্ত কিন্তু এই তারকা ক্রিকেটারকে দলে না রাখারই সিদ্ধান্ত নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস(LSG)।

এবারের আইপিএলের মেগা নিলামেই ছেড়ে দেওয়া হয়েছিল কেএল রাহুলকে। সেখান থেকেই তাঁকে দলে তুলে নিয়ছে দিল্লি ক্যাপিটালস। সেই কেএল রাহুলই এবার প্রথমবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেই নিয়ে এই মুহূর্তে ক্রিকেট মহল জুড়ে চলছে জোর হৈচৈ তা বলার অপেক্ষা রাখে না।

কেএল লাহুল বরাবরই তাঁর প্রাক্তন দলের বিরুদ্ধে সফল। আর সেই কথাটা সবচেয়ে ভাল জানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছেন তিনি। সেই নিয়ে এখন থেকেই চড়তে শুরু করেছে পারদ।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version