লখনউয়ের বিরুদ্ধে নামছেন কেএল রাহুল, চড়ছে পারদ

প্রায় একবছর পর আবারও একানা(Ekana Stadium) স্টেডিয়ামে ফিরছেন কেএল রাহুল(KL Rahul)। সঞ্জীব গোয়াঙ্কার সঙ্গে হওয়ার সেই ঘটনার পর এই প্রথমবার লখনউ সুপার জায়ান্টের হোম গ্রাউন্ড একানা স্টেডিয়ামে খেলতে নামছেন কেএল রাহুল। তবে এবার তিনি লখনউ সুপার জায়ান্টসের(LSG) অধিনায়ক নন, প্রতিপক্ষ হিসাবেই মাঠে নামছেন কেএল রাহুল। আর তাতেই নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে কেএল রাহুল যে কতটা ভয়ঙ্কর তার উদাহরণ বহু রয়েছে। অন্তত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সেই জবাবটা সবচেয়ে ভাল জানে।

গত বছর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারের পর মাঠেই কেএল রাহুলের(KL Rahul) ওপর সঞ্জীব গোয়েঙ্কার রাগ দেখানো এবং তাঁর সঙ্গে বচসার ছবি সবাই দেখেছিলেন। সেই নিয়ে জল ঘোলাও কম হয়নি। চলেছিল বিতর্ক। এরপর গোয়েঙ্কা রাহুলকে নিজেদের পরিবারের অংশ বললেও, শেষপর্যন্ত কিন্তু এই তারকা ক্রিকেটারকে দলে না রাখারই সিদ্ধান্ত নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস(LSG)।

এবারের আইপিএলের মেগা নিলামেই ছেড়ে দেওয়া হয়েছিল কেএল রাহুলকে। সেখান থেকেই তাঁকে দলে তুলে নিয়ছে দিল্লি ক্যাপিটালস। সেই কেএল রাহুলই এবার প্রথমবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেই নিয়ে এই মুহূর্তে ক্রিকেট মহল জুড়ে চলছে জোর হৈচৈ তা বলার অপেক্ষা রাখে না।

কেএল লাহুল বরাবরই তাঁর প্রাক্তন দলের বিরুদ্ধে সফল। আর সেই কথাটা সবচেয়ে ভাল জানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছেন তিনি। সেই নিয়ে এখন থেকেই চড়তে শুরু করেছে পারদ।