Thursday, August 21, 2025

ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার বয়সের নিম্নসীমা পরিবর্তন, নয়া নির্দেশিকা RBI-এর

Date:

এবার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য অভিভাবকের তত্ত্বাবধান প্রয়োজন হবে না কিশোর-কিশোরীদের। সোমবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) নয়া নির্দেশিকায় জানিয়েছে, ১০ বছর বয়স হলেই নিজেরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) খুলতে এবং ব্যবহার করতে পারবে খুদেরা। অ্যাকাউন্ট খোলার এবং পরিচালনা করার যাবতীয় শর্তাবলী নির্দিষ্ট অ্যাকাউন্টধারীকে যথাযথভাবে ব্যাঙ্কগুলির তরফ থেকে জানানো হবে। এই নিয়ম দেশের সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্ক এবং কো-অপারেটিভ ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে লাগু করা হবে। চলতি বছরের ১ জুলাই থেকে দেশের সব ব্যাঙ্ককে নিয়ম কার্যকর করতে হবে বলে জানানো হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তার সংশোধিত নির্দেশিকায় এই নতুন নিয়মের কথা জানিয়েছে। আরবিআই আরও জানিয়েছে, ১০ বছর বয়সী নাবালক- নাবালিকারা কোনও শর্তে কত টাকা তাদের অ্যাকাউন্টে রাখতে পারবে, তা ব্যাঙ্কগুলি তাদের রিস্ক ম্যানেজমেন্ট নীতি অনুযায়ী নির্ধারণ করবে।

তবে ১৮ হওয়ার পরে অ্যাকাউন্টধারীকে নতুন নির্দেশিকা জানতে হবে। স্বাক্ষর, ছবিসহ সমস্ত নথি নতুন করে জমা দিতে হবে এবং তা ব্যাঙ্কগুলিকে (Bank) রেকর্ডে রাখতে হবে। ব্যাঙ্কগুলি এই অপ্রাপ্তবয়স্ক গ্রাহকদের ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম/ডেবিট কার্ড, চেক বই ইত্যাদি অতিরিক্ত ব্যাঙ্কিং সুবিধা দিতে পারবে। আরবিআই তাদের নির্দেশিকায় এও জানিয়েছে, ব্যাঙ্ক চাইলে ১০ বছর বা তার কমবয়সি গ্রাহকদের অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম কার্ড, চেকবুকের পরিষেবা দিতে পারবে। তবে এই অ্যাকাউন্টগুলিতে কোনওভাবেই ওভারড্রাফটের সুবিধা পাওয়া যাবে না বলে জানিয়েছে আরবিআই।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version