Friday, August 22, 2025

প্রায় একবছর পর আবারও একানা(Ekana Stadium) স্টেডিয়ামে ফিরছেন কেএল রাহুল(KL Rahul)। সঞ্জীব গোয়াঙ্কার সঙ্গে হওয়ার সেই ঘটনার পর এই প্রথমবার লখনউ সুপার জায়ান্টের হোম গ্রাউন্ড একানা স্টেডিয়ামে খেলতে নামছেন কেএল রাহুল। তবে এবার তিনি লখনউ সুপার জায়ান্টসের(LSG) অধিনায়ক নন, প্রতিপক্ষ হিসাবেই মাঠে নামছেন কেএল রাহুল। আর তাতেই নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে কেএল রাহুল যে কতটা ভয়ঙ্কর তার উদাহরণ বহু রয়েছে। অন্তত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সেই জবাবটা সবচেয়ে ভাল জানে।

গত বছর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারের পর মাঠেই কেএল রাহুলের(KL Rahul) ওপর সঞ্জীব গোয়েঙ্কার রাগ দেখানো এবং তাঁর সঙ্গে বচসার ছবি সবাই দেখেছিলেন। সেই নিয়ে জল ঘোলাও কম হয়নি। চলেছিল বিতর্ক। এরপর গোয়েঙ্কা রাহুলকে নিজেদের পরিবারের অংশ বললেও, শেষপর্যন্ত কিন্তু এই তারকা ক্রিকেটারকে দলে না রাখারই সিদ্ধান্ত নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস(LSG)।

এবারের আইপিএলের মেগা নিলামেই ছেড়ে দেওয়া হয়েছিল কেএল রাহুলকে। সেখান থেকেই তাঁকে দলে তুলে নিয়ছে দিল্লি ক্যাপিটালস। সেই কেএল রাহুলই এবার প্রথমবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেই নিয়ে এই মুহূর্তে ক্রিকেট মহল জুড়ে চলছে জোর হৈচৈ তা বলার অপেক্ষা রাখে না।

কেএল লাহুল বরাবরই তাঁর প্রাক্তন দলের বিরুদ্ধে সফল। আর সেই কথাটা সবচেয়ে ভাল জানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছেন তিনি। সেই নিয়ে এখন থেকেই চড়তে শুরু করেছে পারদ।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version