কালবৈশাখী আর বৃষ্টির দুর্যোগকে পিছনে ফেলে দক্ষিণবঙ্গ জুড়ে এখন শুধুই তাপপ্রবাহের (Heatwave) দাপট। হাওয়া অফিসের কথা অনুযায়ী আগামী শুক্রবার পর্যন্ত দাবদাহ চলবে। চলতি সপ্তাহে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এক ধাক্কায় ৫-৬ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, জানালো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। আগামী দু তিন দিন হাঁসফাঁস করা গরম সহ্য করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। অস্বস্তিকর অবস্থা বাঁকুড়া-পুরুলিয়া- ঝাড়গ্রামে। উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

মঙ্গলের সকালে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তেই অস্বস্তিকর গরম অনুভূত হতে শুরু করেছে। রোদের তেজ নেই, কিন্তু বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় বৈশাখী গরমে নাজেহাল সাধারণ মানুষ। বাঁকুড়ায় ঊর্ধ্বমুখী পারদের জেরে সকাল ১১ টার পর থেকে খুব প্রয়োজন ছাড়া রাস্তায় লোকজন বেরোতে চাইছেন না। আগামী বৃহস্পতিবারের মধ্যে মহানগরীর তাপমাত্রা ৩৮ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই চলতি সপ্তাহের বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।।উত্তরে হালকা ঝড়-বৃষ্টি হলেও তাপমাত্রার বড় হেরফের হবে না।

–

–

–

–
–

–
–

–

–
