Sunday, November 9, 2025

পদক্ষেপ নেই কেন: নিশিকান্তের আদালত অবমাননা মামলা শুনবে সুপ্রিম কোর্ট

Date:

সুপ্রিম কোর্টের এক্তিয়ার নিয়ে অবমাননাকর মন্তব্য সত্ত্বেও কোনোও পদক্ষেপ নেওয়া হয়নি কেন্দ্রের সরকার বা তাঁর দল বিজেপির পক্ষ থেকে। সাংসদ নিশিকান্ত দুবের (Nishikant Dubey) বিরুদ্ধে আদালত অবমাননাকর বক্তব্যের প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল (AG) থেকে সলিসিটর জেনারেলের (SG) কাছে চিঠিও দেওয়া হয়েছে। ভারতের ইতিহাসে যা কখনও হয়নি, বিজেপি আমলে সাংসদের মুখ থেকে সেরকম কথাও শুনতে হয়েছে দেশের মানুষকে। সোশ্যাল মিডিয়ায় সেই বক্তব্য় রসিকতার সঙ্গে ভাইরাল হচ্ছে, যা দেশের শীর্ষ আদালতের জন্য আরও অবমাননাকর। তাই সোশ্যাল মিডিয়া থেকে সেই সব ভিডিও মুছে ফেলার আবেদন জানানো হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। মামলার শুনানি পরের সপ্তাহে তালিকাভুক্ত করার নির্দেশ দেন বিচারপতি বি আর গভাই (B R Gavai)।

সাম্প্রতিক কালে সুপ্রিম কোর্টের ওয়াকফ আইন (WAQF Amendment Law) ও রাজ্য় সরকারগুলির বিল নিয়ে রাষ্ট্রপতিকে নির্দেশ নিয়ে চিরাচরিত বিজেপি নেতাদের ঔদ্ধত্যের ভঙ্গিতে বক্তব্য পেশ করেন। বিজেপির পক্ষ থেকে তাঁর বক্তব্যকে অস্বীকার করা হলেও দেশের শীর্ষ আদালতকে অবমাননা করার মতো অপরাধেও তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি বিজেপি। এবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের (Nishikant Dubey) বিরুদ্ধে আদালত অবমাননার (Contempt of Court) মামলা সুপ্রিম কোর্টে দায়ের হল। মামলাকারী দাবি করেন, যেভাবে শীর্ষ আদালত ও প্রধান বিচারপতির বিরুদ্ধে কথা বলেছেন বিজেপির সাংসদ তেমন আগে কখনও হয়নি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে এমন বক্তব্য আসছে যা আদালতের পক্ষে অবমাননাকর। তাই সোশ্যাল মিডিয়া থেকে সেই সব ভিডিও মুছে ফেলার নির্দেশ জারি করারও আবেদন জানানো হয়। আগামী সপ্তাহে মামলার শুনানি।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version