Wednesday, November 5, 2025

ফিক্সিংয়ের অভিযোগ নস্যাৎ করে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজস্থান রয়্যালসের

Date:

আইপিএলে আবারও ম্যাচ ফিক্সিংয়ের(Match Fixing) কালো ছায়া? আবারও সেই রাজস্থান রয়্যালসের(Rajasthan Royals) বিরুদ্ধেই! এমন খবর ছড়ানোর সঙ্গেই তীব্র প্রতিবাদ জানালো রাজস্থান রয়্যালস। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এমনটাই চিঠি লিখে রাজস্থানের মুখ্যমন্ত্রী সহ ক্রীড়ামন্ত্রীকে জানানো হয়েছে রাজস্থান রয়্যালসের(Rajasthan Royals) তরফে। সেইসঙ্গে যেই ব্যক্তি অর্থাৎ রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের কনভেনর জয়দীপ বিহানির বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে কঠোর শাস্তিরও আবেদন করা হয়েছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।

শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের(LSG) মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। সেই ম্যাচেই মাত্র ২ রানে হেরে গিয়েছিল রাজস্থান। এরপরই রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের কনভেনর তাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তোলে। ইচ্ছাকৃত ভাবেই নাকি লখনউ সুপার জায়ান্টসকে ম্যাচ ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। তাদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের(Match Fixing) মতো ভয়ানক অভিযোগ আনে।

এমন কথা শোনার পরই ফের ক্রিকেট মহলে নানান গুঞ্জন শুরু হয়ে যায়। এমন পরিস্থিতিতেই রাজস্থানের মুখ্যমন্ত্রীকে চিঠি দিল রাজস্থান রয়্যালস। এই খবর যে শুধু ভুলই নয়, মানুষকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ জানানো হয়েছে রাজস্থান রয়্যালসের তরফে।

রাজস্থান রয়্যালসের তরফে জানানো হয়েছে, “এমন ধরণের বিবৃতি শুধু বিভ্রান্তিকরই নয়, রাজস্থান রয়্যালস, রাজস্থান স্পোর্টস কাউন্সিল এবং বিসিসিআইয়ের মতো সংস্থার ভাবমূর্তি নষ্ট করছে। শুধু তাই নয় ক্রিকেটের সততাও নষ্ট করছে”।

রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের কনভেনরের বিরুদ্ধে কঠিন শাস্তিরও দাবী জানিয়েছে রাজস্থান রয়্যালস। এর আগে একবার এই ম্যাচ ফিক্সিংয়ের জন্যই দু বছর আইপিএল থেকে নির্বাসিত ছিল রাজস্থান রয়্যালস। ফের একবার তেমন অভিযোগ ওঠার পরই নড়েচড়ে বসেছে রাজস্থান রয়্যালস।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version