Monday, November 3, 2025

মৃতদের প্রতি শ্রদ্ধার্ঘে ক্রিকেটারদের হাতে কালো আর্মব্যান্ড, মুম্বই ম্যাচে নেই চিয়ারলিডাররাও

Date:

পহেলগামে(Pahalgam) মর্মান্তিক ঘটনা। জঙ্গিদের নৃশংস হাংলায় প্রাণ হারিয়েছে বহু পর্যটক। এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে গোটা দেশ। মৃতদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন এবার বিসিসিআইয়ের(BCCI)। আইপিএলের(IPL) মঞ্চ থেকেই শ্রদ্ধার্ঘ নিবেদনের সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের। সানরাইজার্স হায়দরাবাদ(SRH) বনাম মুম্বই ইন্ডিয়ান্স(MI) ম্যাচেই কালো আর্মব্যান্ড পরে নামবেন ক্রিকেটাররা। শুধু তাই নয় এক মিনিট নিরবতাও পালন করা হবে শ্রদ্ধার্ঘ নিবেদনে।

২২ এপ্রিল, গোটা ভারত তো বটেই কেঁপে উঠেছে বিশ্বও। কাশ্মীরের(Kashmir) পহেলগামে(Pahalgam) জঙ্গীদের এমন নৃশংস অত্যাচার দেখে শিহরিত সকলে। ভূস্বর্গে পরিবারের সদস্যদের সঙ্গে ভ্রমণে গিয়েছিলেন যারা, তাদের বেশিরভাগই বুধবার শ্রীনগরে ফিরেছেন কফিন বন্দী হয়ে। মৃতদের পরিবারে উঠেছে কান্নাল রোল। এমন ঘটনায় মর্মাহত ভারতীয় ক্রিকেট মহলও। শুধুমাত্র দেশের নাগরিক নয়, জঙ্গীদের গুলির নির্বিচারে চালানো গুলিতে প্রাণ দিয়েছেন দুজন বিদেশি পর্যটকও।

সেই কারণেই শোক প্রকাশ করতে কালো আর্মব্যান্ড পরে নামবেন ক্রিকেটার থেকে আম্পায়াররা(Umpires)। এছাড়া আরও একটা সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সানরাইজার্স হায়দরাবাদ(SRH) বনাম মুম্বই ইন্ডিয়ান্স(MI) ম্যাচে থাকবে না কোনও রকম চিয়ার লিডার। মৃতদের প্রতি শেষ শ্রদ্ধার্ঘ জানাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের তরফে। এমন ঘটনার শোক প্রকাশ করেছে গোটা বিশ্ব। বিরাট কোহলি(Virat Kohli), হার্দিক পান্ডিয়া(Hardik Pandya), কেএল রাহুল(KL Rahul) সহ শুভমন গিলরা(Shubman Gill) সকলেই শোক প্রকাশ করেছেন এমন ঘটনায়।

এটাই অবশ্য প্রথমবার নয়। এর আগে ২০১৯ সালে পুলওয়ামা ঘটনার জন্য শোক আইপিএলের(IPL) উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছিল বিসিসিআই।

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version