কংগ্রেস নয়, বিজেপিকে আটকাতে পারেন মমতাই: হাত ছেড়ে জোড়াফুলের পতাকা হাতে জানালেন আজহার

কংগ্রেস নয়, বিজেপিকে (BJP) আটকাতে পারবেন তৃণমূল সুপ্রিমোই। সেই কারণে হাত ছেড়ে জোড়াফুলের পতাকা হাতে তুলে নিলেন প্রাক্তন যুব কংগ্রেস (Congress) সভাপতি আজহার মল্লিক (Azhar Mallik)। বুধবার দুপুরে তৃণমূল ভবনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন অরূপ বিশ্বাস (Arup Biswas) ও রাজ্যের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder)।

তৃণমূলে (TMC) যোগ দিতে চেয়ে সম্প্রতি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি লিখেছিলেন আজহার। লেখেন, “রাহুল গান্ধী নন, একমাত্র মমতাই পারবেন বিজেপিকে উৎখাত করতে।“ প্রাক্তন যুব কংগ্রেস সভাপতির মতে, মমতার দীর্ঘ লড়াই ও আত্মত্যাগ তাঁকে অনুপ্রাণিত করে। চিঠি আজহার লিখেছিলেন, “সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে একমাত্র আপনিই বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। আপনিই বিজেপিকে দেশ থেকে উৎখাত করতে পারবেন। কংগ্রেস বা রাহুল গান্ধীর দ্বারা কোনওমতেই সম্ভব নয়।“

আজহারের (Azhar Mallik) স্পষ্ট অভিযোগ, বিজেপির উত্থানের কারণ রাহুল গান্ধীর (Rahul Gandhi) অপকর্ম ও কংগ্রেসের নিষ্ক্রিয়তা। প্রদেশ কংগ্রেসকে নিশানা করে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস তার আরও এক নিকৃষ্টতম উদাহরণ। তাই আপনার মহানুভবতা এবং আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করার ইচ্ছা প্রকাশ করছি। আমার সঙ্গে ১৪ জন জেলা যুব কংগ্রেস সভাপতি এবং রাজ্য কমিটির আরও ১৭ জন যোগদান করতে ইচ্ছুক। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরা সামিল হতে চাই।“

প্রদেশ কংগ্রেসকে নিশানা করে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস তার আরও এক নিকৃষ্টতম উদাহরণ। বর্তমান প্রদেশ সভাপতি আরএসএস দ্বারা অনুপ্রাণিত। তিনি সেইভাবেই দল চালাতে চান। তাই আপনার মহানুভবতা এবং আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করার ইচ্ছা প্রকাশ করছি। আমার সঙ্গে ১৪ জন জেলা যুব কংগ্রেস সভাপতি এবং রাজ্য কমিটির আরও ১৭ জন যোগদান করতে ইচ্ছুক। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরা সামিল হতে চাই।“
আরও খবরপর্যটকদের কাশ্মীর ছাড়ার হিড়িক শুরু হতেই বিমান ভাড়া তিনগুণ! সরব ওমর

অরূপ বিশ্বাস বলেন, “পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর এই কর্মযজ্ঞেই সামিল হচ্ছেন ১৪টি জেলার যুব সভাপতি সহ প্রদেশের যুব সভাপতি।”