পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, সৌদি সফর থেকে তড়িঘড়ি ফিরে আজই উচ্চপর্যায়ের বৈঠকে মোদি

কাশ্মীরের(Kashmir) পহেলাগাঁওতে পর্যটক ও তীর্থযাত্রীদের উপর নির্মম জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। তারপর সৌদি সফরে কাটছাঁট করে তড়িঘড়ি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এদিনই তিনি নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। দিল্লি(Delhi) বিমানবন্দরে পা রেখেই তিনি একটি বৈঠক করেন।

বুধবার ভোরেই দিল্লি বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী(Prime Minister)। সেখানে প্রাথমিক একটি বৈঠক সেরে বাসভবনে পৌছন। এরপর তাঁর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক হবে। সেখানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও(Amit Shah)। পহেলগাঁও জঙ্গি হামলায় এখন পর্যন্ত অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়বে বলেই আশঙ্কা। তবে প্রকাশিত তালিকা অনুযায়ী মৃতের সংখ্যা ১৬। এছাড়াও বেশ কয়েকজন পর্যটক ও স্থানীয় বাসিন্দা হাসপাতালে ভর্তি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জঙ্গিরা সেনার পোশাকে এসে হামলা চালায়। ৪০ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পুলওয়ামার পর পহেলাগাঁওয়ে সবথেকে বড় জঙ্গি হামলা গোটা দেশকে নাড়িয়ে দিয়ে গেল ফের। এই হামলার খবর পাওয়ামাত্রই জেদ্দা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন প্রধানমন্ত্রী(Narendra Modi)। দ্রুত কাশ্মীর পৌঁছনোর নির্দেশ দেন। নিজে সৌদি সফর কাটছাঁট করে দেশে ফিরে আসেন। মঙ্গলবার রাতে সরকারি নৈশভোজ-সহ একাধিক কর্মসূচি ছিল তাঁর। কিন্তু সবটা বাতিল করে দেন তিনি। বুধবার ভোরে বিমানবন্দরে নেমে অজিত ডোভাল ও জয়শংকরের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও(Nirmala Aitaraman)।