রোহিত-বোল্টের ধাক্কায় ঘরের মাঠে বেসমাল সানরাইজার্স হায়দরাবাদ

ওয়াংখেড়ের পর সানরাইজার্স হায়দরাবাদের(SRH) ঘরের মাঠ। হিটম্যান শো অব্যহত। এতদিনের সমালোচনার জবাবটা নিজের ব্যাট দিয়েই দিচ্ছেন রোহিত শর্মা(Rohit Sharma)। সারাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও ফের একটা বিধ্বংসী ইনিংস। সেইসঙ্গে ট্রেন্ট বোল্টের দুরন্ত স্পেন। সানরাইজার্স হায়দরাবাদের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে ৭ উইকেটে জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স(MI)। তাও আবার ২৬ বল বাকি থাকতেই ম্যাচ জিতলেন রোহিত শর্মারা। মু্ম্বইকে নিয়ে আশার আলো দেখতে শুরু করেছে অনেকেই।

এদি টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বল হাতে শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন ট্রেন্ট বোল্ট(Trent Boult)। ট্রেভিস হেড, অভিষেক শর্মাদের শুরুতেই সাজঘরে ফিরিয়ে দেন তিনি। হেনরিখ ক্লাসেন এদিন ৭১ রানের ইনিংস না খেললে সানরাইজার্স হায়দরাবাদের ১০০ রানের গন্ডী টপকানোও মুশকিল ছিল। যদিও শেষপর্যন্ত ১৪৩ রানেই থামে সানরাইজার্স হায়দরাবাদ। সেখানেই ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে একাই ৪ উইকেটে তুলে অর্ধেক কাজটা করেই রেখেছিলেন বোল্ট(Trent Boult)।

এরপরই মাঠে শুরু দ্য হিটম্যান শো। আবারও একটা বিধ্বংসী ইনিংস খেললেন তিনি। ৪৬ বলে ৭০ রানের বিরাট ইনিংস রোহিত শর্মার(Rohit Sharma)। মাঠে নামার পর থেকেই তাঁর ব্যাটে শুধুই চার ছক্কার ছবি। একের পর এক বড় শটে সানরাইজার্স হায়দরাবাদের বোলারদের মাথা তুলে দাঁড়ানোর সুযোগই দেননি তিনি। তাঁর গোটা ইনিংসটা সাজানো ৮টা চার ও তিনটি ওভার বাউন্ডারি দিয়ে। আর তাতেই ফের একটা জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।