Sunday, November 2, 2025

পহেলগামের ঘটনায় শোক প্রকাশ সৌরভ, গম্ভীর সহ কোহলিদের

Date:

পহেলগামে(Pahalgam) ভয়াবহ জঙ্গি হামলা। জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন ২৬জন পর্যটক। যাদের মধ্যে তিনজন এই বাংলার বাসিন্দা। এমন মর্মান্তিক ঘটনার পরই সোশ্যাল মিডিয়াতে শোক প্রকাশ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly)। একইসঙ্গে এই জঙ্গি হামলার তীব্র প্রতিবাদে সোচ্চ্বার হয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir) সহ বিরাট কোহলিও(Virat Kohli)। এমন একটা ঘটনা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।

সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly) তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লিখেছেন, “কাশ্মীরে নীরিহ পর্যটকদের উপর হামলায় আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। এই ভয়ঙ্কর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। সাধারণ পর্যটকদের উপর এই ধরণের হামলা মানবতার প্রতি অবমাননা। যারা এই ঘটনয়া আহত হয়েছেন আমরা তাদের পাশে রয়েছি এবং তাদের জন্য প্রার্থণা করছি”।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরও(Gautam Gambhir)। শোক প্রকাশের সঙ্গেই নিন্দাতেও সরব হয়েছেন গম্ভীর। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। যারা এই হামলার সঙ্গে যুক্ত মনে রেখো ভারত কিন্তু অবশ্যই প্রত্যাঘাত করবে”।

কাশ্মীরের এই ঘটনায় শোকাহত গোটা দেশ। শোকবার্তা দিয়েছেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি(Virat Kohli)। তিনি লিখেছেন, “সাধারণ পর্যটকদের উপর এমন হামলার ঘটনায় আমি মর্মাহত। সেই প্রতিটি পরিবারের প্রতি আমার সমবেদনা। যারা তাদের পরিবারের সদস্যদের হারিয়েছে তাদের জন্য প্রার্থণা করি এবং জাস্টিস আসবেই”।

ভারতীয় ক্রীড়া মহলেও উঠেছে এই ঘটনা নিয়ে নিন্দার ঝড়। ইতিমধ্যেই বিসিসিআই বুধবারের ম্যাচে চিয়ার লিডারদের রাখার সিদ্ধান্ত বাতিল করেছে। সেইসঙ্গে বাতিল করা হয়েছে ম্যাচের শেষে বাজি প্রদর্শনীও।

Related articles

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...
Exit mobile version