জম্মু ও কাশ্মীরের উধমপুরে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে শহিদ ভারতীয় সেনা ঝন্টু আলি শেখ। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। এরপর থেকেই উপত্যকায় চিরুনি তল্লাশি চলছে। জঙ্গি নিকেশ অভিযানে নেমেছে সেনা ও পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের উধমপুরে চলছিল সেনা-জঙ্গির গুলির লড়াই। সেই সংঘর্ষেই শহিদ হন নদিয়ার তেহট্টের বাসিন্দা ঝন্টু। পরিবারের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ঝন্টুর নিহত হওয়ার খবর নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও।

নদিয়ার তেহট্টের পাথরঘাটায় বাড়ি ঝন্টু আলি শেখের (Jhantu Ali Sheikhe)। নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তের গ্রামের কৃষিজীবী পরিবারের তিন ভাইয়ের মধ্যে ছোটো ঝন্টু। বড় ভাইও ভারতীয় সেনায় কর্মরত। বছর ছত্রিশের এই যুবক ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) ৬ প্যারাস্যুট, স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন। ১০ বছর ভারতীয় সেনায় কর্মরত। বর্তমানে আগ্রায় পোস্টেড ছিলেন তিনি। সেখান থেকে অপারেশনের জন্য কাশ্মীরে পাঠানো হয়। ঝন্টুর দুই সন্তান- ১২ বছরের পুত্র ও ৮ বছরের কন্যা। হোয়াইট নাইট কোর-এর তরফে এক্স হ্যান্ডেলে ঝন্টুর প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা হয়, “কর্তব্যের প্রতি অবিচল থাকা ও সাহসের সঙ্গে ঝন্টু যেভাবে লড়েছেন, তা চির স্মরণীয় হয়ে থাকবে।“


পাড়ার ছেলের শহিদ হওয়ার খবর আসতেই এলাকার শোকের ছায়া। পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও খবর: ভারতের আত্মায় আঘাত! খুঁজে মারবে ভারত: জঙ্গি হামলা রোখার ব্যর্থতা ঢাকতে হুঙ্কার মোদির

ঝন্টুর (Jhantu Ali Sheikhe) নিহত হওয়ার খবর নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল সাংসদ মহুয়া লেখেন, “কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে লড়াই করতে করতে শহিদ নদিয়ার তেহট্ট ব্লকের পাথরঘাটার বীর বাঙালি সৈনিক ঝন্টু আলি শেখ। অমর রহে।“


Havaldar Jhantu Ali Sheikh of 6 Para SF, Indian Army martyred today during encounter between army & militants in Udhampur. He hailed from Patharghata village in Krishnanagar Lok Sabha constituency. God bless his brave soul.@AITCofficial pic.twitter.com/us9fMb3GpJ
— Mahua Moitra (@MahuaMoitra) April 24, 2025
–

–

–

–

–

–

–
