Monday, November 10, 2025

আগামী শনিবার থেকে তিনদিন বন্ধ হাওড়া ময়দান – এসপ্ল্যানেড রুটের মেট্রো পরিষেবা

Date:

হাওড়া ময়দান (Howrah Maidan Metro) থেকে মেট্রোপথে শিয়ালদহ স্টেশন হয়ে সেক্টর ফাইফ পৌঁছে যাওয়ার স্বপ্ন অনেক সমস্যা কাটিয়ে এবার বাস্তবায়িত হওয়ার পথে আরও একধাপ এগোলো। বউবাজারের ধস সমস্যা কাটিয়ে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত ট্র্যাক তৈরি এবং ট্রায়াল রান দুটোই সম্পন্ন হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এই রুটে মেট্রো পরিষেবা সাধারণ যাত্রীদের জন্য চালু হয়নি। তবে মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের ইঙ্গিত খুব দ্রুতই সুখবর আসতে চলেছে। সবকিছু ঠিক থাকলে হাওড়া ময়দান থেকে শিয়ালদহ হয়ে সোজাসুজি সেক্টর ফাইভ (Sector V) পৌঁছে যাওয়া যাবে খুব সহজেই। চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষার জন্য সেই কারণেই আগামী শনিবার থেকে তিন দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা (East West Metro) । বুধবার রাতে বিজ্ঞপ্তি জারি করে এই রুটের পাতাল পথ বন্ধ থাকার কথা জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

জানা গেছে আগামী ২৭ এপ্রিল বউবাজারে বিপর্যস্ত অংশের নীচে সুড়ঙ্গ পরিদর্শনে আসছে কমিশনার অফ রেলওয়ে সেফটি (Commissioner of Railway Safety)। ২৬ এপ্রিল শনিবার থেকে ২৮ এপ্রিল সোমবার পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ ইস্ট-ওয়েস্ট মেট্রো চলবে না।মেট্রোর তরফে জানানো হয়েছে, গোটা অংশেই কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (Comminication Based Train Control) পরীক্ষা করে দেখবেন সেফটি কমিশনার (Safety Commissioner)। মে মাসের মাঝামাঝি যাত্রীদের জন‌্য হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পরিষেবা চালু হয়ে যেতে পারে। তাই যাত্রী নিয়ে নিরাপদে মেট্রো ছোটার জন্য কতটা তৈরি সবটাই পর্যবেক্ষণ হবে এই উইকেন্ডে। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত ২.৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যথাযথ কি না সে বিষয়ে রাজ্য দমকল বিভাগের শংসাপত্র হাতে পেয়েছে মেট্রো। মেট্রো কর্তাদের আশা ব্যবস্থাপনা যথাযথ থাকার কারণে বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। মোটরম্যান থেকে কর্মী নিয়োগ সবটাই হয়ে গেছে। তৈরি হচ্ছে ভাড়ার তালিকা। অর্থাৎ সিআরএস (CRS) পরিদর্শনের কিছুদিনের মধ্যে সাধারণ মানুষের জন্য এই রুটে মেট্রো পরিষেবা চালু হতে চলেছে।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version