সল্টলেকের জিসি ব্লকে ডাকাতি, দেড় কোটি লুট করে চম্পট দুষ্কৃতীদের!

সল্টলেকের জিসি ব্লকে (robbery in GC Block, Saltlake) বুধবার মধ্যরাতে বেপরোয়া ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, ওই ব্লকের ১৮৪ নম্বর বাড়ির মালিকের একটি অফিস রয়েছে নীচের তলায়। বুধবার রাতে পাঁচজনের দুষ্কৃতী দল সেই অফিসের তালা ভেঙে ঢুকে দেড় কোটি টাকা লুট করে পালায়। পুলিশের টহলদারি ভ্যানের নজরে গোটা বিষয়টি আসতেই তাঁরা ওই ডাকাত দলের পিছু নেন। এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা করছে সল্টলেক দক্ষিণ থানার পুলিশ (Saltlake South) ।

যে অফিসে ডাকাতি হয়েছে তার মালিক বিদেশে থাকেন। রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অফিসের কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীরা যথেষ্ট আতঙ্কিত। বুধবার রাতে নম্বর বিহীন স্কুটি এবং বাইকে করে ৫ জনকে যেতে দেখেই পুলিশের প্রাথমিক সন্দেহ হয়। যদি এখনও পর্যন্ত ডাকাতির ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।