Saturday, November 8, 2025

পহেলগামের জঙ্গি হামলার (Pahelgam Terrorist attack) ঘটনায় ভারত যে কড়া মনোভাব দেখাবে তা আগেই স্পষ্ট হয়ে গেছিল। সিন্ধু জলশক্তি চুক্তি স্থগিত থেকে শুরু করে পাকিস্তানিদের ভিসা বাতিল, ওয়াঘা সীমান্ত বন্ধের সিদ্ধান্তের পর এবার মধ্যরাতে নয়া দিল্লিতে ডেকে পাঠানো হল ভারতে থাকা পাক কূটনীতির সাদ আহমেদ ওয়ারিচকে (India summons top pakistan diplomat in new delhi)। তাঁর হাতে দেশ ছেড়ে চলে যাওয়ার নোটিশ ধরিয়ে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হলো পাকিস্তানিরা ভারতে ‘অবাঞ্ছিত’।

পাক মদতপুষ্ট জঙ্গিরা সীমান্ত ডিঙিয়ে হামলা (Terror attack) চালায় উপত্যকার পহেলগামে। ২৬ নিরপরাধ পর্যটকদের নৃশংসভাবে মেরে ফেলার বদলা চাইছে গোটা দেশ। ভারত জানিয়েছে, খুব দ্রুত পাল্টা জবাব দেওয়া হবে। এর মাঝেই বুধবার রাতে জরুরী বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সেই বৈঠক থেকেই পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছে কেন্দ্র। সূত্রের খবর নয়াদিল্লির পাক দূতাবাসে ফাঁকা পাকিস্তানের প্রতিরক্ষা উপদেষ্টা নৌ- উপদেষ্টা বায়ু উপদেষ্টাকে ‘অবাঞ্ছিত’ বলে জানিয়ে, আগামী এক সপ্তাহের মধ্যে তাঁদের দেশে ফিরে যাওয়া নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার মধ্যরাতেই ভারতে নিযুক্ত পাক কুটনীতিক সাদ আহমেদ ওয়ারিচকে সমন পাঠায় সাউথ ব্লক। সাধারণ নাগরিক হোক বা কূটনীতিক—ভারতে পাকিস্তানির যে ‘অবাঞ্ছিত’, তা বুঝিয়ে দিল নয়াদিল্লি। পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলচুক্তি স্থগিত করার পাশাপাশি পাক নাগরিকদের ভিসাও বাতিল করা হয়েছে। সূত্রের খবর ভারতের এই সিদ্ধান্ত জানার পরই তড়িঘড়ি বৈঠকে বসেছেন পাক প্রধানমন্ত্রী।

 

Related articles

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...
Exit mobile version